'ধর্ষণের বদলায় ধর্ষণের নির্দেশ!'
ওয়েব ডেস্ক : প্রতিবেশী কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ভাই। বিচার চাইতে গ্রাম পরিষদের দ্বারস্থ হয় নির্যাতিতা কিশোরীর পরিবার। গ্রাম পঞ্চায়েত নির্দেশ দিল, অভিযুক্তের বোনকে নির্যাতিতার ভাইদের হাতে তুলে দিতে। ধর্ষণের 'বদলায়' ধর্ষণ!
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। দুই পরিবার একে অপরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলে গোটা বিষয়টি সামনে আসে। এই ঘটনায় গ্রাম পরিষদের ২৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সেদেশের পুলিস। এই বিষয়ে রিপোর্ট তলব করেছে সেদেশের শীর্ষ আদালতও।
এই ঘটনা মনে করিয়ে দেয় ২০০২ সালের মুখতারান মাইয়ের ঘটনাকে। ঠিক একইভাবে গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গণধর্ষণের শিকার হতে হয়েছিল সেদিনের কিশোরী মুখতারানকে।
আরও পড়ুন, ISIS-এর বিরুদ্ধে এবার সেনা বাহিনী তৈরি করল রূপান্তকামীরা!