যুদ্ধবাজ ভারতের সঙ্গে শান্তি রক্ষায় সচেষ্ট পাকিস্তান: পাক সেনা প্রধান

Updated By: Oct 12, 2017, 02:58 PM IST
যুদ্ধবাজ ভারতের সঙ্গে শান্তি রক্ষায় সচেষ্ট পাকিস্তান: পাক সেনা প্রধান
ফাইল চিত্র

সংবাদ সংস্থা: ভারত যুদ্ধবাজ। অন্যদিকে শান্তি বজায় রাখতে সব সময় সচেষ্ট পাকিস্তান। ভারতের কূটনীতিকে সমালোচনা করে এমনই মন্তব্য করলেন পাক সেনা প্রধান কামার জাভেদ বাজোয়া।

বুধবার, ‘ইন্টারপ্লে অব ইকোনমি অ্যান্ড সিকিউরিটি’ নামক  সেমিনারে বক্তৃতা দিয়ে গিয়ে বাজোয়া জানান, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানকে (সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা) আরও বেশি করে কার্যকরী করতে হবে। হুমকির ভয় এবং দুর্বলতা কাটাতে হবে দেশকে। তিনি আরও বলেন, “আমাদের সেনা সবসময় সক্রিয় থাকবে। কারণ ঐতিহাসিকভাবে পূর্ব দিকে যুদ্ধবাজ ভারত এবং পশ্চিমে অস্থির আফগানিস্তানের অবস্থান এবং নেতিবাচক প্রতিযোগীতার কারণে দেশের কিছু অংশ তাদের দখলে রয়েছে।” পাশাপাশি বাজোয়া এও বলেন, “পশ্চিম সীমান্তে কূটনৈতিক প্রক্রিয়া জারি রেখে, সেনা, আর্থিক সহযোগীতা এবং জনগণের নিরাপত্তা বাড়ানোর মধ্য দিয়েই শান্তি আনার চেষ্টা করছি আমরা। ওই এলাকায় ইতিমধ্যেই স্বতন্ত্র প্রশাসন (ফাটা) তৈরি করা হয়েছে।” ওই সেমিনারে বাজোয়ার আরও মন্তব্য, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান। এরপরও যদি পরিস্থিতি খারাপ দিকে এগোয়, তাহলে দুপক্ষই দায়ী থাকবে।

আরও পড়ুন-এলিয়েনরা কি আশপাশেই ঘুরছে? নতুন ভিডিও জুড়ে তোলপাড়

পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেন বাজোয়া। তিনি জানান, দেশের আয় বৃদ্ধি ধরে রাখলেও বিদেশি ঋণ আকাশ ছুঁয়েছে। পাক অর্থ মন্ত্রকের একটি সম্প্রতিক  রিপোর্ট অনুযায়ী, তাদের বৈদেশিক ঋণ রয়েছে ৫৮০০ কোটি ডলার।  দেশের ভবিষ্যতকে মজবুত করতে করের হার বাড়াতে হবে, পাশাপাশি অর্থনৈতিক কৌশল, কর ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, বলে সওয়াল করেন বাজোয়া।

আরও পড়ুন- হাফিজ সইদের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে না পারায় আদালতে তিরস্কৃত পাক সরকার 

.