Pakistan: ইমরানের অভিযোগ, তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে; কার বিরুদ্ধে সাঙ্ঘাতিক এই অভিযোগ?
ইমরান খান বলেন, 'যদি আমার কিছু ঘটে যায়, তা হলে দেশে ও দেশের বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা যেন দেশবাসী জানতে পারেন।'
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, তাঁকে হত্যার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, হত্যাচেষ্টার প্রমাণ-সহ একটি ভিডিও তাঁর কাছে রেখে দিয়েছেন তিনি। প্রয়োজনে সেটি প্রকাশ করবেন।
কেন তিনি ভিডিও রেকর্ড করে রেখেছেন, এ প্রসঙ্গে ইমরান বলেন, 'যদি আমার সঙ্গে খারাপ কিছু ঘটে যায়, তাহলে দেশে ও দেশের বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা যেন দেশবাসী জানতে পারেন, তাই আমি এটা রেখেছি।'
ইমরান খান গতকাল শনিবার পাকিস্তানের শিয়ালকোট শহরে তেহরিক-ই-ইনসাফ পার্টি আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে।
জাতীয় পরিষদে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এর পর থেকে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্থানে জনসভা করছেন। গতকালের জনসভা থেকে ইমরান তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ তোলেন। বলেন, 'হত্যার ষড়যন্ত্রে যুক্ত সবার নাম আমার কাছে আছে। আগেই বিষয়টা জানতাম, কয়েক দিন আগে সবটা জেনেছি।'
আরও পড়ুন: Sky Bridge 721: মাটি থেকে ৩৬৬২ ফুট উপরে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)