Shehbaz Sharif: পাক প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফ, কে এই নেতা?

মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়ে ইমরান খানকে 'বোল্ড আউট' করে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করলেন শেহবাজ। 

Updated By: Apr 11, 2022, 09:40 PM IST
Shehbaz Sharif: পাক প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফ, কে এই নেতা?
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মিয়াঁ মহম্মদ শাহবাজ শরিফ। তাঁর দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়ে ইমরান খানকে 'বোল্ড আউট' করে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করলেন শেহবাজ। 

নয়া নির্বাচিত পাক প্রধানমন্ত্রীর পরিচয়

ইমরানের পূর্বসূরি নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। পাকিস্তান-মুসলিম-লিগ-নওয়াজ এর প্রতিষ্ঠান ছিলেন নওয়াজ শরিফ।বর্তমানে তাঁর হয়ে ভাই শেহবাজ পাকিস্তান-মুসলিম-লিগ-নওয়াজ দল চালনা করেন। পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল এটিই৷ এর আগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদেও বহাল ছিলেন তিনি। পঞ্জাব প্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হয়েছেন শেহবাজ। ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল চালাচ্ছিলেন তিনি। 

জনপ্রিয়তার দৌড়ে দাদা নওয়াজ কিংবা ভাইঝি মরিয়মের থেকে বেশ কিছুটা পিছিয়েই রয়েছেন তিনি। কিন্তু প্রশাসক হিসেবে শেহবাজের দক্ষতা প্রশ্নাতীত, তা জানে পাক রাজনৈতিক মহল। পরিবারের ব্যবসা থাকলেও ছোট থেকেই রাজনীতিতে আসা। দাদা নওয়াজের ছত্রছায়ায় ধীরে ধীরে বেড়ে ওঠা। কিন্তু নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সেনা অভ্যুত্থান ঘটে৷ গোটা শরিফ পরিবারকে বন্দি করা হয়। ২০০৭ পর্যন্ত তাঁরা সৌদি আরবে নির্বাসিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইমরানের কাছে হেরেও যান নওয়াজ। এরপর পাকিস্তান-মুসলিম-লিগ-নওয়াজের দায়িত্ব ভাইয়ের হাতে তুলে দেন বড় শরিফ। এই পদ ছাড়াও একইসঙ্গে পাকিস্তানের বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে ১৭৪টি ভোট পড়তেই ইমরান সরকারের পতন নিশ্চিত হয়ে পড়ে৷ প্রধান বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান সকলেই। সোমবার ভোটাভুটির লড়াইয়ে জিতলেন শেহবাজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.