আফজলের দেহ ফেরতের দাবিতে পাক পার্লামেন্টে রেসোলিউসন পাস

আফজল গুরুর ফাঁসি প্রসঙ্গে আজ পাকিস্তানের পার্লামেন্টে নিম্নকক্ষে আজ একটি রেসোলিউসন পাস হল। এই রেসোলিউসনে ২০০১-ভারতীয় সংসদ হামলার মূল অভিযুক্ত আফজল গুরুর মৃতদেহকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, গত মাসের ৯ তারিখ তিহারে আফজল গুরুর ফাঁসি হয়। তার মৃতদেহ তিহারেই সমাধিস্থ করা হয়।

Updated By: Mar 14, 2013, 08:44 PM IST

আফজল গুরুর ফাঁসি প্রসঙ্গে আজ পাকিস্তানের পার্লামেন্টে নিম্নকক্ষে আজ একটি রেসোলিউসন পাস হল। এই রেসোলিউসনে ২০০১-ভারতীয় সংসদ হামলার মূল অভিযুক্ত আফজল গুরুর মৃতদেহকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, গত মাসের ৯ তারিখ তিহারে আফজল গুরুর ফাঁসি হয়। তার মৃতদেহ তিহারেই সমাধিস্থ করা হয়।
পাক সংসদের নিম্নকক্ষ (ন্যাশানাল অ্যাসেমবলি) আর দু`দিন পরেই পাঁচ বছর পূর্ণ করবে। তার আগেই জামাত উলেমা-ই-ইসলামের প্রধান মৌলনা ফাজলুর রহমানের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেসোলিউসনটি পাস হল। ফাজলুর রহমান পাকিস্তানে কাশ্মীর বিষয়ক বিশেষ সংসদীয় গোষ্ঠীর প্রধান।
এই রেসোলিউসনে আফজল গুরুর মৃতদেহ ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই গুরুর ফাঁসির পরবর্তী কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর সঙ্গেই কাশ্মীরে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিরক্ষা কাউন্সিল মোতায়েন করার দাবিও জানানো হয়েছে এই রেসোলিউসনে।
কাশ্মীর উপত্যকায় ক্রমবর্দ্ধমান হত্যা বন্ধ করার সঙ্গেই কাশ্মীরের বিভিন্ন শহর থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে এতে।

.