Pakistan: জানেন, প্রধানমন্ত্রী হিসেবে শেষ কী আদেশ দিয়েছিলেন ইমরান খান?

আজম খানের পেশাদারির প্রশংসা করেন ইমরান। সততা ও অধ্যবসায়ের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁর কাজের স্বীকৃতি দিয়ে যান ক্যাপ্টেন।

Updated By: Apr 10, 2022, 12:40 PM IST
 Pakistan: জানেন, প্রধানমন্ত্রী হিসেবে শেষ কী আদেশ দিয়েছিলেন ইমরান খান?

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। পার্লামেন্টে অনাস্থা ভোটের ফল গিয়েছে তাঁর বিপক্ষে। রীতি অনুযায়ী, তাঁকে ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। কিন্তু যাওয়ার আগে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শেষ নির্দেশও একটা দিয়ে গিয়েছেন।

কী সেই নির্দেশ?

শনিবার কার্যালয় ত্যাগের আগে প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শেষ আদেশ নিয়ে কথা বলেছেন তাঁরই রাজনৈতিক যোগাযোগ-সংক্রান্ত বিশেষ সহকারী শাহবাজ গিল। ইমরান খানের শেষ সেই আদেশ নিয়ে টুইটারে পোস্টও করেন শাহবাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়ার আগে ইমরান তাঁর মুখ্য সচিব আজম খানকে 'এস্ট্যাবলিশমেন্ট ডিভিশনে' বদলির নির্দেশ দেন। এস্ট্যাবলিশমেন্ট ডিভিশন পাকিস্তান সরকারের মানবসম্পদবিষয়ক শাখা।

টুইটারে শাহবাজ লেখেন, আজম খানের পেশাদারির প্রশংসা করেন ইমরান। 'চূড়ান্ত সততা ও অধ্যবসায়ে'র সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁর কাজের স্বীকৃতি দিয়ে যান তিনি। আজম খানের বদলির আদেশ-সংক্রান্ত একটি বিজ্ঞাপনও জারি হয়। মন্ত্রিপরিষদ সচিবালয়ের ওই বিজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সচিব হিসেবে কর্মরত আজম খানকে 'এস্ট্যাবলিশমেন্ট ডিভিশনে' বদলি করা হল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: Pakistan: সেনাপ্রধানকে কি সরিয়ে দিতে চেয়েছিলেন ইমরান? কী ঘটল নেপথ্যে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.