মোদী এফেক্ট- বন্দী ভারতীয় মত্স্যজীবীদের মুক্তি দিল পাকিস্তান, শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় বন্দী ভারতীয় মত্স্যজীবীদের মুক্তি
নরেন্দ্র মোদীর শপথের আগে সৌহার্দ্যের বার্তা দিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তানের পর শ্রীলঙ্কায় বন্দী ভারতীয় মত্সজীবীদেরও মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাক্ষে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে আগামিকাল ভারতে আসছেন নওয়াজ শরিফ।
সফর নিশ্চিত করার পরই পাক জেলে বন্দী ১৫২ জন ভারতীয় মত্সজীবীকে মুক্তি দেওয়ার কথা ঘোষনা করেছিলেন তিনি। রবিবারই তাদের মধ্যে ৫৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে ইসলামাবাদ সূত্রে জানানো হয়েছে। এরপর বন্দী ভারতীয় মত্জীবীদের মুক্তির ঘোষণা করল কলম্বোও।
এদিকে, নওয়াজ শরিফের ভারতে সফরে খুশি নন জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদ। মুম্বই হামলার মূল যড়যন্ত্রকারী সঈদের দাবি, মোদীর মতো গোঁড়া হিন্দুত্ববাদীর সঙ্গে আলোচনায় বসে পাকিস্তানের কোনও লাভ হবে না।
তাঁর মতে, মোদীর আমন্ত্রণ গ্রহণের আগে, কাশ্মীর ইস্যুতে বিজেপির অবস্থান কী তা জেনে নেওয়া উচিত ছিল শরিফের। তারপর সকলের সঙ্গে পরামর্শ করেই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন তিনি। আঠারো কোটি পাকিস্তানির বিষয়ে শরিফ একা সিদ্ধান্ত নিতে পারেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন হাফিজ সঈদ।
তবে সঈদ একা নন পাকিস্তানের বেশ কিছু মৌলাবাদী সংগঠন মোদীর শপথে শরিফের উপস্থিতি নিয়ে বিরোধিতা করছে। অবশ্য পাকিস্তানের অনেকেই শরিফের ভারত সফরকে স্বাগত জানিয়েছেন।