দ্বিতীয় দফার বিতর্কে আক্রমণাত্মক মেজাজে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইপর্বে দ্বিতীয় রাউন্ডে কিছুটা হলেও স্বস্তিতে ওবামা শিবির। প্রথম বিতর্কে প্রতিপক্ষ মিট রমনির সামনে ব্যাকফুটে থাকলেও, মঙ্গলবার দ্বিতীয় দফার বিতর্কে আক্রমণাত্মক মেজাজে ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিটি ইস্যুতেই শুধু রমনির সঙ্গে সমানে সমানে টক্করই নয়, রীতিমত পাল্টা তোপ দেগেছেন ওবামা। ফলও পেয়েছেন। দ্বিতীয় দফা বিতর্কের পর জনমত সমীক্ষা বলছে মিট রমনির থেকে কিছুটা হলেও ফের এগিয়ে বারাক ওবামা।

Updated By: Oct 17, 2012, 08:24 PM IST

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইপর্বে দ্বিতীয় রাউন্ডে কিছুটা হলেও স্বস্তিতে ওবামা শিবির। প্রথম বিতর্কে প্রতিপক্ষ মিট রমনির সামনে ব্যাকফুটে থাকলেও, মঙ্গলবার দ্বিতীয় দফার বিতর্কে আক্রমণাত্মক মেজাজে ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিটি ইস্যুতেই শুধু রমনির সঙ্গে সমানে সমানে টক্করই নয়, রীতিমত পাল্টা তোপ দেগেছেন ওবামা। ফলও পেয়েছেন। দ্বিতীয় দফা বিতর্কের পর জনমত সমীক্ষা বলছে মিট রমনির থেকে কিছুটা হলেও ফের এগিয়ে বারাক ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রচারযুদ্ধ গুরুত্বপূর্ণ বিতর্কের প্রথম দফায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দুসপ্তাহ আগের সেই বিতর্কের পর কিছুটা পাল্লা ভারী ছিল ওবামার প্রতিপক্ষ রিপাবলিকান মিট রমনির। কিন্তু দ্বিতীয় দফার বিতর্কে আক্রমণাত্মক মার্কিন প্রেসিডেন্ট হারানো জমি পুনরুদ্ধারে অনেকটাই সফল। মঙ্গলবারের বিতর্কে শুরু থেকেই সুর চড়িয়েছিলেন বারাক ওবামা। বিদেশনীতি থেকে অর্থনীতি বা স্বাস্থ্যক্ষেত্রে সংস্কার, সব ইস্যুতে আক্রমণাত্মক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। লিবিয়ায় মার্কিন দুতাবাসে সাম্প্রতিক আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত মার্কিন রাজনীতি। এই ইস্যুতে রমনির আক্রমণের জবাবে তীব্র কটাক্ষ করেন ওবামা।
 
ওবামা যা বললেন--"আমরা যখন কূটনীতিকদের ওপর হামলার আশঙ্কা নিয়ে ভাবছি, গভর্নর রমনি সেসময় বিবৃতি দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছেন। এভাবে কোনও কমান্ডার ইন চিফ কাজ করে না। জাতীয় নিরাপত্তা কখনও রাজনৈতিক ইস্যু হতে পারে না।"
 
কখনও তীব্র বাদানুবাদ, কখনও লড়াইয়ের ময়দানে দুই যোদ্ধার ভঙ্গিতে একে অপরের মুখোমুখি হওয়া, কখনও বক্তব্যের মাঝেই প্রতিপক্ষকে বাধা দেওয়া। রীতিমত যুদ্ধের মেজাজে দ্বিতীয় বিতর্কে দেখা গেছে ওবামাকে। অর্থনীতি নিয়ে রমনির কটাক্ষের জবাবে রিপাবলিকানদের কর নীতি নিয়ে পাল্টা তোপ দেগেছেন ওবামা।
 
ওবামা যা বললেন--উনি মধ্যবিত্তদের ওপর কর-এর বোঝা কমানোর কথা বলেছেন। কিন্তু কী করে করবেন তা স্পষ্ট করেননি। বাস্তবটা হল রমনি নিজে যখন চোদ্দ শতাংশ কর দিচ্ছেন, সেসময় আপনাদের অধিকাংশকেই অনেক বেশি কর দিতে হচ্ছে।
 
রমনির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বা তাঁর বেঁফাস মন্তব্য নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি ওবামা। ফলে প্রথম দফায় বিতর্কের পর মিট রমনি কিছুটা সুবিধা পেলেও, দ্বিতীয় পর্যায়ের বিতর্কের পর কিন্তু সমীক্ষা বলছে অ্যাডভানটেজ ওবামা। নভেম্বর মাসে ভোটপর্বের আগে তৃতীয় বিতর্ক হবে আগামী বাইশে অক্টোবর।

.