পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের মানুষের

Updated By: Sep 30, 2017, 09:24 AM IST
পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের মানুষের

ওয়েব ডেস্ক : ফের বিক্ষোভ শুরু করলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। পাকিস্তানি সেনা বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন সেখানকার মানুষ।

পাক অধিকৃত কাশ্মীরের মানুষের উপর অত্যাচার করছে পাকিস্তানি সেনা। দীর্ঘদিন ধরে এমনই অভিযোগে সরব সেখানকার মানুষ। আর তার বিরুদ্ধেই এবার লড়াই শুরু করেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের একাংশ। আর এবার নীলম ভ্যালিতে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে জোরদার বিক্ষোভ শুরু করলেন মানুষ। বিক্ষোভকারীরা স্লোগান তুলতে শুরু করেন, জিনে কা হাক দো(বাঁচার অধিকার চাই)।

তবে এই প্রথম নয়, এর আগে বালোচিস্তানের মানুষও পাকিস্তানি সেনার বিরুদ্ধে সরব হন। বালোচিদের উপর পাক সেনা দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে বলেও বিক্ষোভ শুরু করেন সেখানকার মানুষ। পাশাপাশি বালোচিস্তানে পাক সেনা বাহিনী ‘গণহত্যা’ চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।   

 

.