ধর্ষণের প্রতিবাদ, পার্লামেন্টে অন্তর্বাস নিয়ে হাজির আইরিশ মহিলা সাংসদ
আয়ারল্যান্ডের কোর্টের এমন নির্দেশে বিক্ষোভে ফেটে পড়ে ডাবলিন। সে দেশের পার্লামেন্টেও প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। পার্লামেন্টে থং অন্তর্বাস নিয়ে বিক্ষোভ দেখান কিছু মহিলা সদস্য।
নিজস্ব প্রতিবেদন: অন্তর্বাসে ঢেকে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এটাই এখন নেটিজেনদের প্রতিবাদের ভাষা। বিতর্কের সূত্রপাত হয় আয়ারল্যান্ডের কোর্ট যখন ‘অকাট্য যুক্তি’ দেখিয়ে অভিযুক্ত ধর্ষণকারীকে মুক্তি দেয়। কি সেই ‘অকাট্য যুক্তি’? বিচার চলাকালীন অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন, ওই সময় ধর্ষিতার নিম্নাঙ্গের ‘নজরকাড়া’ অন্তর্বাস পরে প্রলোভন দেখিয়েছেন ওই যুবককে। এর পর ৮ জন পুরুষ এবং ৪ জন মহিলা নিয়ে তৈরি জুরি ২৭ বছর বয়সী যুবককে বেকসুর খালাসের নির্দেশ দেয়।
আরও পড়ুন- সঙ্কটে ব্রেক্সিট, অন্ধকারে টেরেজার ভবিষ্যত-ও
I hear cameras cut away from me when I displayed this underwear in #Dáil. In courts victims can have their underwear passed around as evidence and it's within the rules, hence need to display in Dáil. Join protests tomorrow. In Dublin it's at Spire, 1pm.#dubw #ThisIsNotConsent pic.twitter.com/DvtaJL61qR
— Ruth Coppinger TD (@RuthCoppingerTD) November 13, 2018
Jurors in Cork were asked to consider the underwear a SEVENTEEN YEAR OLD GIRL was wearing when she was raped by a 27-year-old man.
Join the cause in solidarity, can’t believe this girl was subjected to these comments after such a traumatic event.#ThisIsNotConsent #Ibelieveher pic.twitter.com/PfkYERulgY
— Courtney Peterson (@_courtneymaria) November 13, 2018
What type of underwear a woman wears can be used as evidence in a rape trial, really??? #ThisIsNotConsent @ciarakellydoc @NewstalkFM #Thongs pic.twitter.com/D49XBiJs8t
— Niall O'Loughlin (@nialloloughlin) November 13, 2018
Counsel for man acquitted of rape suggested jurors should reflect on underwear worn by the 17yo complainant. Following this wholly unacceptable comment, we are calling on our followers to post a picture of their thongs/knickers to support her with the hashtag #ThisIsNotConsent pic.twitter.com/ZkVU0GVAIN
— I Believe Her - Ireland (@ibelieveher_ire) November 10, 2018
আয়ারল্যান্ডের কোর্টের এমন নির্দেশে বিক্ষোভে ফেটে পড়ে ডাবলিন। সে দেশের পার্লামেন্টেও প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। পার্লামেন্টে থং অন্তর্বাস নিয়ে বিক্ষোভ দেখান কিছু মহিলা সদস্য। নিম্ন কক্ষ দালি এরিয়ানে অন্তর্বাস নিয়ে বিক্ষোভ দেখান রাজনীতিক রুথ কপিনগার। তিনি বলেন, পার্লামেন্টে যদি অন্তর্বাস দেখালে লজ্জিত হন, তা হলে কোর্টরুমে ওই মহিলার অন্তর্বাস নিয়ে এসে দেখানো তাঁর মানসিক পরিস্থিতি কোন পর্যায় পৌঁছেছিল আপনাদের জানা উচিত।
আরও পড়ুন- ‘টক্সিক’ বছরের সেরা শব্দ, নজরে ‘মিটু’-ও
উল্লেখ্য, ৬ নভেম্বর কর্ক শহরের আদালতে অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করতে অন্তর্বাস হাজির করেন বিপক্ষের আইনজীবী। ওই অন্তর্বাসটি কতটা যৌন উদ্রেক করতে পারে তার ব্যাখ্যাও দেন অভিযুক্তের আইনজীবী।