ভিডিয়ো: বিজয়ায় ভারতের হাতে এল ব্রহ্মাস্ত্র, রাফালে সওয়ার হলেন রাজনাথ

দুই দশক ধরে রাফাল যুদ্ধবিমানের অপেক্ষা করছে ভারত।

Updated By: Oct 8, 2019, 08:37 PM IST
ভিডিয়ো: বিজয়ায় ভারতের হাতে এল ব্রহ্মাস্ত্র, রাফালে সওয়ার হলেন রাজনাথ

নিজস্ব প্রতিবেদন: সেপ্টেম্বরে চেপেছিলেন তেজস যুদ্ধবিমান। বিজয়া দশমীতে রাফালে এক চক্কর কাটলেন রাজনাথ সিং। দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রাফালে সওয়ার হলেন। রাফাল যুদ্ধবিমানে চালকের আসনে ছিলেন নির্মাণকারী সংস্থার টেস্ট পাইলট ফিলপ।

দুই দশক ধরে রাফাল যুদ্ধবিমানের অপেক্ষা করছে ভারত। মঙ্গলবার বিজয়া দশমীতে এল সেই প্রতীক্ষিত মুহূর্ত। একটি রাফাল যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে হাতে পেল ভারত সরকার। যুদ্ধবিমান হাতে পাওয়ার পর রীতি মেনে অস্ত্র পুজো করেন রাজনাথ। বিজয়া দশমীতে দেশের বিভিন্ন অস্ত্র পুজো করা হয়। সেই রীতি মেনে রাফালের গায়ে সিদুঁর দিয়ে 'ওঁ' লেখেন রাজনাথ সিং। রাফালে একটি নারকেলও রাখেন। চাকার সামনে রাখা হয় লেবু।             

পুজোঅর্চনার পর রাফাল যুদ্ধবিমানে সওয়ার হন রাজনাথ সিং। তাঁকে নিয়ে একটা চক্কর কাটে রাফাল। প্রতিরক্ষামন্ত্রীকে রাফালে সওয়ারি করিয়েছেন নির্মাণকারী সংস্থা দাসোঁর টেস্ট পাইলট ফিলপ। 

বিশ্বের দ্রুতগতির যুদ্ধবিমান রাফালের সওয়ারি কেমন লাগল প্রতিরক্ষামন্ত্রীর? রাজনাথ সিং বলেন,''খুব আরামদায়ক। একটা অপ্রত্যাশিত মুহূর্ত। কখনও ভাবানি, সুপারসনিক যুদ্ধবিমানে বসার সুযোগ পাব।''   

এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুল মাকরেঁর সঙ্গে বৈঠক করেছেন রাজনাথ সিং। তাঁর প্রতিনিধি দলে থাকা প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন,''ফ্রান্সের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। সবক্ষেত্রেই দ্বিপাক্ষিক সমঝোতা অগ্রসর হচ্ছে। দুটি দেশের প্রতিরক্ষা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।''          

বলে রাখি, ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ২০১৬ সালের সেপ্টেম্বরে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী, পরের বছর মে মাসের আগে চারটি রাফাল হাতে পাবে ভারত। রাফাল কিনতে ভারতের খরচ হচ্ছে ৫৯০০০ কোটি টাকা।

আরও পড়ুন- ভিডিয়ো: বিজয়ায় দিল্লিতে রাবণ দহন করলেন মোদী, দিলেন নারী-সম্মানের বার্তা

.