লকডাউনে বন থেকে বেরিয়ে সোজা রাস্তায় গন্ডার, তাড়া করছে মানুষজনকে, দেখুন
ভিডিয়োটি দেখে কমেন্ট করেছেন অভিনেতা সতীশ শাহ ও ক্রিকেটার কেভিন পিটারসন
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় নোপালেও চলছে লকডাউন। রাস্তায় লোকজন খুবই কম। আর সেই সুযোগে বন থেকে বেরিয়ে সোজা রাস্তায় গন্ডার। তাড়া করছে পথচলতি মানুষকে। ভাইরাল হল সেই ভিডিয়ো।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কেসভান। ভিডিয়োটি নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের। গন্ডারটি বন থেকে বেরিয়ে একেবার রাস্তায় এসে দুলকি চালে হাঁটতে শুরু করে। কিন্তু সামনে একজনকে দেখতে পেয়েই তার দিকে ছুটে যায়। লোকটি রাস্তার পাশে গলিতে ঢুকে পড়ে।
পড়ুন-সামনে লম্বা লড়াই; বাড়তে পারে লকডাউনের মেয়াদ, সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর
কেসভান টুইটে ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, গন্ডারটি মনে হয় চারদিকের পরিস্থিতি দেখতে বেরিয়েছে। তবে এই অঞ্চলে গন্ডারের দেখা মেলা খুব একটা বিরল নয়।
So this #rhino thought to take things in his own hand. Went for an inspection. Btw rhino venturing out from forest happens a lot, even without lockdown. Forward. pic.twitter.com/Ck1sft3Emb
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 6, 2020
লকডাউনের সময়ে দেশের উত্তরাঞ্চলের অনেক জায়গাতেই বন্য প্রাণীদের শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভিডিয়োটি দেখে ফেলেছেন ১.৩ লাখ মানুষ। ভিডিয়োটি দেখে কমেন্ট করেছেন অভিনেতা সতীশ শাহ ও ক্রিকেটার কেভিন পিটারসন।