Corona রোধে Rio-র মেয়র বন্ধ করলেন সৈকত, সমালোচনা Bolsonaro-র
ভিটামিন-ডি-র জন্য সৈকত খোলা রাখার পক্ষপাতী ব্রাজিল প্রেসিডেন্ট।
নিজস্ব প্রতিবেদন: করোনা প্রতিরোধে সৈকত বন্ধের নির্দেশ রিওতে। প্রেসিডেন্ট বোলসোনারো অবশ্য সমালোচনা করলেন এই সিদ্ধান্তের।
ব্রাজিলে নতুন করে থাবা বসিয়েছে করোনা। সেখানে করোনায় প্রায় তিন হাজার মৃত্যু ঘটেছে। করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ১ লাখ। ফলে সে দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সে দেশের প্রশাসনকে। এরই জেরে রিও ডি জেনিরোর (Rio de Janeiro) মেয়র ইকুয়ার্দো পায়েস (Eduardo Paes) শনিবার সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়ার নির্দেশে দিয়েছেন।
আরও পড়ুন: Iceland-য়ে চল্লিশ হাজার Earthquake মাত্র চার সপ্তাহে! জেগে উঠেছে Volcano
তবে প্রেসিডেন্ট Jair Bolsonaro এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এতে মানুষ সূর্যের আলো থেকে বঞ্চিত হবেন। তাঁদের শরীরে ভিটামিন ডি-র (Vitamin-D) অভাব দেখা দেবে। মেয়র ইকুয়ার্দো পায়েস বলেছেন, সাগরসৈকতে ভিড় থাকায় শহরের পরিস্থিতি সংকটজনক হয়ে পড়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তিনি এলাকাবাসীকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন।
বলসোনারো এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে অসুস্থতা প্রতিরোধে ভিটামিন ডি খুবই দরকারি এক উপাদান। মানুষ কোথা থেকে ভিটামিন ডি পাবেন? সূর্য থেকে।
আরও পড়ুন: বন্যাকবলিত Sydney-তে সতর্কতা জারি, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকাবাসীকে