'সাজ্জাদ আমার ভাই', জানালেন পাকিস্তানের এক নিরাপত্তা রক্ষী

'হ্যাঁ, আমি সাজ্জাদ আহমেদের ভাই। কাশ্মীরে সাজ্জাদের ধরা পড়ার কথা আমরা একটি দৈনিকের থেকে জানতে পেরেছি।'' জানালেন আসাদ আহমেদ। করাচির বাসিন্দা আসাদ পেশায় নিরাপত্তা রক্ষী। 

Updated By: Aug 31, 2015, 02:01 PM IST
 'সাজ্জাদ আমার ভাই', জানালেন পাকিস্তানের এক নিরাপত্তা রক্ষী

নয়া দিল্লি: 'হ্যাঁ, আমি সাজ্জাদ আহমেদের ভাই। কাশ্মীরে সাজ্জাদের ধরা পড়ার কথা আমরা একটি দৈনিকের থেকে জানতে পেরেছি।'' জানালেন আসাদ আহমেদ। করাচির বাসিন্দা আসাদ পেশায় নিরাপত্তা রক্ষী। 

গত সপ্তাহে উত্তর কাশ্মীরের রাফিয়াবাদ থেকে সেনার সঙ্গে এনকাউন্টারের সময় ধরা পড়ে সাজ্জাদ। পাকিস্তানের লস্কর-ই-তৈবার জঙ্গি সাজ্জাদ নিজেই জেরায় স্বীকার করেছে সে আদতে পাকিস্তানের মুজাফফরগড়ের বাসিন্দা। এই নিয়ে একই মাসে দু'জন পাক জঙ্গি ধরা পড়ল পুলিসের জালে। 

রবিবার সাজ্জাদের তুতোভাই আসাদ জানিয়েছেন সাজ্জাদের বাবার নাম ফৈইজ বাকশ। সাজ্জাদ নিজেও তার বাবার নাম একই জানিয়েছিল। 

একটি ভারতীয় দৈনিকের মাধ্যমে বারবার আসাদ তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ জানিয়েছেন। জানিয়েছেন সাজ্জাদের গ্রেফতারির কথা শোনার পর থেকে ভয়াবহ মনকষ্টে রয়েছেন সাজ্জাদের বাবা-মা। 

.