আইএসআইকে মদত! খালেদার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা বাংলাদেশে
সংবাদ সংস্থা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে দায়ের হল আদালতে। খালেদার বিরুদ্ধে মামলা করল বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সংস্থার এগজিকিউটিভ চেয়ারম্যান মাশিউর রহমান মামলাটি রুজু করেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করা হয়। পাক গুপ্তচর সংস্থা আইএসআই যোগের অভিযোগ উঠেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সুপ্রিমো খালেদা জিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন- বিস্ফোরণের মাঝে নির্বিকার, হাঁটছেন মডেল, ভিডিওতে আঁতকে উঠবেন
বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ২৪-এ প্রকাশ, ব্রিটেন সফরে গিয়ে সেখানেই আইএসআই-র প্রতিনিধি জুনেইদের সঙ্গে সাক্ষাত্ করেন খালেদা। চলতি বছরে ১৮ জুলাই এবং ১৯ জুলাই লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে জুনেইদের সঙ্গে কথাবার্তা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুলাই নিজের চিকিত্সা করাতে ব্রিটেনে যান খালেদা। তিন মাস পর দেশে ফেরেন তিনি। মাশিউর রহমানের অভিযোগ, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং সেদেশে ভারতবিরোধী জিগির তুলতে আএসআইয়ের সঙ্গে হাত মেলাচ্ছে খালেদা। এমনকী, লন্ডনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শাখার মাধ্যমে এই অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে বলে দাবি করেছেন মশিউর।
আরও পড়ুন- নিউ ইয়র্কের পর ডেনভার, ফের সন্ত্রাসের থাবা মার্কিন মুলুকে, নিহত ২