এই মারাত্মক অপরাধে ২৩৫ বছরের জেল হল ৪০ বছরের মানুষটার
মানুষের আয়ু ৮০ বছর। সেখানে কারাবাস ২৩৫ বছরের। নিউইয়র্কের জেসন কোপ-নামের এক ব্যক্তিকে এমনই কঠিন শাস্তি দেওয়া হল। কোপ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় অপরাধ চাইল্ড বা শিশু পর্নগ্রাফির সঙ্গে সরাসরি যুক্ত। ৪০ বছরের কোপ দুই শিশুকে যৌন নির্যাতনের পর তাদের পর্নগ্রাফি সিনেমা তৈরি করে। দুই শিশুর আপত্তিকর ছবি সহ গ্রেফতার করা হয়েছিল কোপকে। সাইরাকুসে ফেডেরাল কোর্টে কোপ দোষী সাব্যস্ত হন। তারপর কোপকে ২৩৫ বছরের জেলের শাস্তি দেওয়া হয়।
![এই মারাত্মক অপরাধে ২৩৫ বছরের জেল হল ৪০ বছরের মানুষটার এই মারাত্মক অপরাধে ২৩৫ বছরের জেল হল ৪০ বছরের মানুষটার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/14/65931-hane.jpg)
ওয়েব ডেস্ক: মানুষের আয়ু ৮০ বছর। সেখানে কারাবাস ২৩৫ বছরের। নিউইয়র্কের জেসন কোপ-নামের এক ব্যক্তিকে এমনই কঠিন শাস্তি দেওয়া হল। কোপ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় অপরাধ চাইল্ড বা শিশু পর্নগ্রাফির সঙ্গে সরাসরি যুক্ত। ৪০ বছরের কোপ দুই শিশুকে যৌন নির্যাতনের পর তাদের পর্নগ্রাফি সিনেমা তৈরি করে। দুই শিশুর আপত্তিকর ছবি সহ গ্রেফতার করা হয়েছিল কোপকে। সাইরাকুসে ফেডেরাল কোর্টে কোপ দোষী সাব্যস্ত হন। তারপর কোপকে ২৩৫ বছরের জেলের শাস্তি দেওয়া হয়।
আরও পড়ুন- এই কথাগুলো শুনলে আর হয়তো কোনও দিন পর্ন দেখবেন না
শিশুদের নিয়ে পর্ন সিনেমায় পর্ন সিনেমাকে বলা হয় চাইল্ড পর্ন। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বহু দেশ চাইল্ড পর্ন বন্ধ করতে কোমর বেধে নেমেছে। চাইল্ড পর্ন দেখলে বা যুক্ত থাকলে কিঠি ভারতও এতে সামিল হয়েছে। ক দিনের মধ্যেই চাইল্ড পর্ন রুখতে দেশে চালু হচ্ছে এক অভিযোগ কেন্দ্র।