ফুটপাথ ধসে মাটির নীচে ঢুকে গেলেন মহিলা, চিন থেকে এল চাঞ্চল্যকর ভিডিয়ো
গত রবিবার লানঝাউ শহরের ফুটপাথ দিয়ে হাঁটছিলেন ওই মহিলা। তখনই ধসে পড়ে ফুটপাথের একাংশ। সঙ্গে সঙ্গে মাটির নীচে ঢুকে যান তিনি। বাঁচতে হাত-পা ছুড়তে থাকেন।
নিজস্ব প্রতিবেদন: হঠাত্ই ধসে গেল ঝাঁ চকচকে বাঁধানো ফুটপাথ। সঙ্গে মাটির নীচে ঢুকে গেলেন এক পথচারী মহিলা। হাড় হিম করা এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে চিনে। ভিডিওটি চিনের লানঝউ শহরের বলে জানাচ্ছে সেদেশের সংবাদমাধ্যম। তবে বাঁচোয়া, মহিলার গুরুতর কোনও আঘাত লাগেনি।
প্রয়াত 'আয়রনম্যান','স্পাইডারম্যান'-এর প্রবক্তা স্ট্যান লি
জানা গিয়েছে, গত রবিবার লানঝাউ শহরের ফুটপাথ দিয়ে হাঁটছিলেন ওই মহিলা। তখনই ধসে পড়ে ফুটপাথের একাংশ। সঙ্গে সঙ্গে মাটির নীচে ঢুকে যান তিনি। বাঁচতে হাত-পা ছুড়তে থাকেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিস আধিকারিকরা। তাঁরাই ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিত্সকরা জানিয়েছেন বিশেষ চোট লাগেনি মহিলার।
গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যে সোশ্যাল সাইটে জনপ্রিয় হয়েছে এই ভিডিও। মহিলাকে বাঁচাতে পুলিসের তত্পরতার প্রশংসা করেছেন অনেকে। তবে মহিলাকে উদ্ধার করেই থামনে নারাজ পুলিস। কী করে ফুটপাথ ধসে পড়ল তা জানতে তদন্তে নেমেছে তারা।