Sikh Deportees: পাগড়ি খুলে, শিকলে বেঁধে আমেরিকার অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত! অসন্তোষ শিখ সমাজে...

Sikh deportees turban: অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য। অবৈধ অভিবাসীদের ভারতে ফেরানো নিয়ে একাধিক বিতর্কের মাঝেই মাথা চাড়া দিল ফের নয়া অভিযোগ। শিখ ধর্মালম্বীদের পাগড়ি না পরতে দেওয়ার অভিযোগ। 

Updated By: Feb 17, 2025, 04:43 PM IST
Sikh Deportees: পাগড়ি খুলে, শিকলে বেঁধে আমেরিকার অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত! অসন্তোষ শিখ সমাজে...
ফোটো- এক্স হ্যান্ডেল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ফেরাচ্ছে আমেরিকা। মার্কিন সামরিক বিমানে করে আরও ১১৬ জন অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল ট্রাম্প সরকার। এই শরণার্থীদের মধ্যে অধিকাংশই শিখ সম্প্রদায়ের সদস্য। কিন্তু সমস্যা অন্য জায়গায়। অভিযোগ, তাদের ধর্মচারণে বাধা হয়ে দাঁড়ায় আমেরিকা। কার্যত হাতে-পায়ে শিকল বেঁধে, এমনকী পাগড়ি খুলে ফেরত পাঠানো হয়েছে। 

আরও পড়ুন, Tea Production: ‘চা’ এর উৎপাদন কমছে! দেখা দিতে পারে চা-এর আকাল...

একাধিক শরণার্থী জানিয়েছেন, আমেরিকায় অবৈধভাবে প্রবেশের সময় তাঁদের পাগড়ি খুলে নিতে বলা হয়েছিল। দেশে ফেরার সময় তাদের শেকলে বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, যা তাঁদের কাছে অত্যন্ত অপমানজনক। কারণ পাগড়ির লম্বা কাপড়ে গলায় ফাঁস দিয়ে যদি কেউ আত্মঘাতী হয় তার দায় নেবে না আমেরিকার সরকার। এ ঘটনার পর, শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ 

আমেরিকা থেকে বিতাড়িত হয়ে রবিবার রাতে যাঁরা অমৃতসর বিমানবন্দরে নেমেছেন, তাঁদের মধ্যে অধিকাংশ শিখ। অথচ তাঁদের মাথায় নেই পাগড়ি! ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখার পরই সমালোচনার ঝড়। তা দেখে ব্যাপক ক্ষিপ্ত শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন শিরোমনি গুরুদ্বার পারবন্ধক কমিটি। ঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়ালের কথায়, 'ভারতীয়দের এভাবে শিকলবন্দি করে আনাটা অত্যন্ত আক্ষেপের। এমনকি শিখ সম্প্রদায়ের যাঁরা ছিলেন, তাঁদের পাগড়ি পরতে দেওয়া হয়নি। পাগড়ি আমাদের ধর্মের অঙ্গ।' 

আরও পড়ুন, LeT Political Head Shot Dead: বাড়ির সামনেই গুলিতে ঝাঁজরা লস্করের রাজনৈতিক শাখার প্রধান, প্রবল চাপে পাক সরকার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.