সাদা বরফে ঢেকে গেল সাহারার এই শহর

আলজেরিয়ার এই শহরটিকে মূলত সাহারা মরুভূমির গেটওয়ে বলা ‌যায়

Updated By: Jan 8, 2018, 09:26 PM IST
সাদা বরফে ঢেকে গেল সাহারার এই শহর

ওয়েব ডেস্ক:  সাহারার তপ্ত বালিতে তুষারের স্পর্শ। এনিয়ে গত প্রায় চার দশকে তিনবার। রবিবার সাহারার কোল ঘেঁষা আলজেরিয়ার ছোট্ট শহর এইন সেফরা ঢেকে গেল প্রায় ১৫ ইঞ্চি পুরু বরফের চাদরে।
২০১৬ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহেও এই ধরনের তুষারপাত হয়েছিল এইন সেফরায়। তবে গত বছরের তুলনায় এবার তুষারপাতের পরিমাণ অনেকটাই বেশি।
আরও পড়ুন-ম্যান্ডেলার দেশে 'দাদাগিরি' ভারতীয় বোলারদের, জয়ের জন্য দরকার ২০৮
গরমে ‌যেখানে স্বাভাবিক তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে তুষারপাত হওয়ায় কিছুটা আতঙ্কিত শহরবাসী। প্রসঙ্গত, আলজেরিয়ার এই শহরটিকে মূলত সাহারা মরুভূমির গেটওয়ে বলা ‌যায়।

১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি এইন সেফরায় একবার তুষারপাত হয়েছিল। সেবার আধ ঘণ্টার তুষার ঝড়ে বরফে ঢেকে গিয়েছিল চারদিক। সমুদ্রতল থেকে ৩ হাজার ২৮০ ফুট উঁচুতে হলেও এখানে তুষারপাত নিয়মিত নয়। শীতের সময়ে তাপমাত্রা থাকে ৩-৬ ডিগ্রির মধ্যে।

.