ছড়িয়ে পড়ছে `অকিউপাই ওয়ালস্ট্রিট`

চতুর্থ সপ্তাহে পড়ল `অকিউপাই ওয়াল স্ট্রিট` আন্দোলন। সম্পূর্ণ অসংগঠিত এবং স্বতঃস্ফূর্ত এই গণ-অভ্যুত্থান এখনো পর্যন্ত একেবারেই শান্তিপূর্ণ। এবং প্রায় রোজই ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। নিউ ইয়র্ক ছেড়ে আন্দোলন দানা বাঁধছে ফিলাডেলফিয়া, শিকাগো, সিনসিনাটি, ইন্ডিয়ানাপোলিসের মতো বহু শহরে। রাস্তায় নেমে আসছেন খেতে না পাওয়া, গৃহহীন, দেনায় ডুবে যাওয়া অসংখ্য বেকার।

Updated By: Oct 9, 2011, 08:02 PM IST

চতুর্থ সপ্তাহে পড়ল `অকিউপাই ওয়াল স্ট্রিট` আন্দোলন। সম্পূর্ণ অসংগঠিত এবং স্বতঃস্ফূর্ত এই গণ-অভ্যুত্থান এখনো পর্যন্ত একেবারেই শান্তিপূর্ণ। এবং প্রায় রোজই ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। নিউ ইয়র্ক ছেড়ে আন্দোলন দানা বাঁধছে ফিলাডেলফিয়া, শিকাগো, সিনসিনাটি, ইন্ডিয়ানাপোলিসের মতো বহু শহরে। রাস্তায় নেমে আসছেন খেতে না পাওয়া, গৃহহীন, দেনায় ডুবে যাওয়া অসংখ্য বেকার। তার মধ্যে যুবক-যুবতী যেমন আছেন, তেমনই আছেন পঞ্চাশোর্ধ প্রৌঢ়-প্রৌঢ়ারা। তাঁদের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন হাজার হাজার কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবারই প্রশ্ন এক: মাত্র এক শতাংশ সুবিধাভোগী শ্রেণির অতিরিক্ত লোভের মাশুল তাঁরা কেন গুণতে যাবেন। কেন এই সীমাহীন আর্থিক বৈষম্য। কেন কর্পোরেট কর্তারা ছয় অঙ্কের বেতন পেয়ে যাবেন, আর তাঁরা মারা যাবেন না খেতে পেয়ে যখন তাঁদেরই করের টাকায়
বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে তুলছে সরকার। তাঁদের নিজেদের জীবন অনিশ্চিত কিন্তু কেন তাঁদের সন্তান-সন্ততির জীবনও অনিশ্চিত হয়ে পড়বে। এই বঞ্চনা আর হাজারো কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মানুষকে একসুতোয় বেঁধে ফেলছে। কোনো উত্তর নেই ওবামা প্রশাসনের কাছে। প্রেসিডেন্টের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি ভাঁওতা বলে মনে হচ্ছে। তাই দিন দিন বাড়ছে ক্ষোভ। আরো সংগঠিত হচ্ছে আন্দোলন। বৈষম্যমূলক বাজারের বিরুদ্ধে এ যেন মানুষের স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান।

.