শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ, দেশে বোরখা নিষিদ্ধ করতে পারে সিরিসেনা সরকার

শ্রীলঙ্কায় যদি বোরখা নিষিদ্ধ হয় তাহলে দেশটি নাম জুড়ে যাবে মরক্কো, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম ও চিনের জিন জিয়াং প্রদেশে

Updated By: Apr 24, 2019, 05:38 PM IST
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ, দেশে বোরখা নিষিদ্ধ করতে পারে সিরিসেনা সরকার

নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তার কথা মাথায় রেখে এবার শ্রীলঙ্কাতে নিষিদ্ধ হতে পারে বোরখা। রবিবার কলম্বো ও তার পার্শ্ববর্তি এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের পর এমনই এক পদক্ষেপ নিতে চলেছে শ্রীলঙ্কা সরকার। এনিয়ে দেশের মসজিদ কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা শুরু করেছে সরকার।

আরও পড়ুন-আইনজীবী-পুরকর্মীদের মধ্যে সংঘর্ষে তুলকালাম হাওড়া আদালত চত্বর; ব্যাপক ইটবৃষ্টি, লাঠিচার্জ পুলিসের

শ্রীলঙ্কার দৈনিক ডেইলি মিরর-এর খবর অনুযায়ী, দেশে বোরখা নিষিদ্ধ করতে চেয়ে একাধিক মন্ত্রী প্রেসিডেন্ট মৌত্রীপালা সিরিসেনার সঙ্গে কথা বলেছেন। রবিবারের ওই হামলায় এখনও পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০০ জন। সোমবার কলম্বোর একটি এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে সেনার নাগাল এড়িয়ে বহু জঙ্গি বোরখা পরে পালিয়ে গিয়েছে বলে দাবি একটি সংবাদপত্রে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার মুসলিমদের মধ্যে বোরখার চলন ছিল না। কিন্তু ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের পর তা এই দ্বীপরাষ্ট্র চালু হয়ে যায়। ফলে এই বোরখাকেই জঙ্গিরা পালাবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলে গোয়েন্দাদের ধারনা।

আরও পড়ুন-''বাড়িতে টাকা পাঠাই না, উল্টে মা-ই হাতখরচ দেন', অকপট মোদী

এখনও পর্যন্ত রবিবারের বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে বিস্ফোরণে নিহত এক আত্মঘাতী জঙ্গির গাড়ির চালককেও। এনিয়ে আরও ধরপাকড় চলেছে। এ ব্যাপারে পুলিসকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সরকার।

এদিকে, শ্রীলঙ্কায় যদি বোরখা নিষিদ্ধ হয় তাহলে দেশটি নাম জুড়ে যাবে চাদ, ক্যামেরুন, গ্যাবন, মরক্কো, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম ও চিনের জিন জিয়াং প্রদেশে। এইসব দেশে আগেই বোরখা নিষিদ্ধ করা হয়েছে।

.