UK: ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন; রাস্তায় বরফের পাহাড়, বাতিল বহু উড়ান

UK: নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট, বাতিলও হয়েছে অনেকগুলো

Updated By: Nov 24, 2024, 08:28 PM IST
UK: ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন; রাস্তায় বরফের পাহাড়, বাতিল বহু উড়ান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত ব্রিটেনের বিভিন্ন অঞ্চল। অতিরিক্ত ঠান্ডায় দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বাড়িঘরের ওপরেও তুষারের পুরু চাদর। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মও ভেঙে পড়েছে। এরইমধ্যে নিউক্যাসলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-কয়লা পাচারে জড়িয়ে দেশছাড়া বিনয় মিশ্র, ভাই গ্রেফতার যৌন হেনস্থার অভিযোগে, করলেন বিস্ফোরক দাবি

ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের বড় রাস্তাগুলিতে জমে গেছে বরফের স্তর। এতে যান চলাচলে প্রবল অসুবিধা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান। প্রবল তুষারপাত ও ঝড়ে দৃশ্যমানতা কমে আসায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এছাড়া নর্থাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ সারতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নর্থাম্বারল্যান্ডের এক বাসিন্দা বলেন, তুষারঝড়ে তিনি ও তার পরিবার কোথাও বোরোতে পারছেন না। তারা বাড়িতে আটকে পড়েছেন। পরিবেশ ভয়াবহ হিমশীতল।

নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট, বাতিলও হয়েছে অনেকগুলো। এতে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.