দেশে গণতন্ত্র ফরাতে আন্তর্জাতিক সমর্থন চাইলেন সুকি
আসন্ন নির্বাচনের আগে বিশ্বের সমস্ত দেশের কাছে মায়ানমারে গণতন্ত্র ফেরার প্রক্রিয়াকে সমর্থনের আবেদন জানালেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী আং সাং সুকি।
আসন্ন নির্বাচনের আগে বিশ্বের সমস্ত দেশের কাছে মায়ানমারে গণতন্ত্র ফেরার প্রক্রিয়াকে সমর্থনের আবেদন জানালেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী আং সাং সুকি।
সুইত্জারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একথা বলেন তিনি। সুকি বলেন, মায়ানমারে রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে। সেখানে স্থিরতা ফেরাতে এই প্রক্রিয়াকে প্রতিটি দেশের সমর্থন করা উচিত। তাঁর যুক্তির স্বপক্ষে সুকি বলেন, দেশে স্থিরতা ফিরছে বলেই এবার ওয়াল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিয়েছেন মায়ানমারের মন্ত্রী উ সোয় থানে।
১৯৯০ সালে গৃহবন্দি থাকাকালে মায়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতেছিল সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। যদিও পরে ওই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করে সামরিক জুন্টা সরকার। ২০ বছর গৃহবন্দি থাকার পর ২০১০ সালের নভেম্বরে মুক্তি পান সুকি। পাঁচ দশকের সামরিক শাসনের অবসান ঘটাতে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়াকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন এই নোবেল শান্তি পুরস্কার জয়ী রাজনীতিবিদ।