Sudan Crisis: যুদ্ধে বিপর্যস্ত সুদান, আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করল ফরাসি এয়ারক্র্যাফট
Sudan violence: নয়াদিল্লিতে ফরাসি দূতাবাস সোমবার জানিয়েছে যে ভারত সহ ২৮ টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে আনা হয়েছে। ট্যুইট করে ফরাসি দূতাবাস জানিয়েছে, "ফরাসি ইভাক্যুয়েশনের কার্যক্রম চলছে। গত রাতে দুটি সামরিক বিমান ক্রমান্বয়ে ভারতীয় নাগরিক -সহ ২৮ টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে এনেছে।"
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হয়েছে সুদানের (Sudan)। গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারেরও বেশি। এহেন অবস্থায় সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে আটকে পড়া প্রায় ২৭ জন ভারতীয়কে সরিয়ে এনেছে ফ্রান্স (France)। নয়াদিল্লিতে ফরাসি দূতাবাস সোমবার জানিয়েছে যে ভারত সহ ২৮ টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন, French Spiderman: তরতরিয়ে দেওয়াল বেয়ে ৪৯২ ফুটের বিল্ডিংয়ে, ফরাসি স্পাইডারম্যানের চমক!
ট্যুইট করে ফরাসি দূতাবাস জানিয়েছে, "ফরাসি ইভাক্যুয়েশনের কার্যক্রম চলছে। গত রাতে দুটি সামরিক বিমান ক্রমান্বয়ে ভারতীয় নাগরিক -সহ ২৮ টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে এনেছে।" যদিও ফ্রান্স কর্তৃক সরিয়ে আনা ভারতীয় সংখ্যা অবিলম্বে জানা যায়নি। রবিবার সৌদি আরব বলেছে, সুদানের ৬৬ জন নাগরিককে "ভাই ও বন্ধুত্বপূর্ণ" বিদেশি নাগরিকদের সুদান থেকে সরিয়ে আনা হয়েছে। যার মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছে।
বেশ কয়েকটি সূত্রের খবর, সৌদি আরব তিনজন ভারতীয়কে সরিয়ে নিয়ে সুদানের রাজধানী খার্তুমে রেখেছিল। এরা তিনজনেই সৌদির বিমান ক্রু। সুদান গত ১১ দিন ধরে সেনা ও আধা সেনার লড়াইয়ে সাক্ষী হয়ে আসছে। প্রায় ৪০০ জন এই যুদ্ধে মারা গেছে বলে জানা গিয়েছে। ভারত ইতিমধ্যে সৌদি আরবের জেদ্দা শহরে দুটি ভারী-লিফট সামরিক পরিবহন বিমান এবং যুদ্ধ কবলিত সুদানের মূল বন্দরে একটি নৌ জাহাজের মাধ্যমে আকস্মিকভাবে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে এনেছে।
শুক্রবার সরকার জানিয়েছে যে তারা বর্তমানে সুদানের ৩,০০০ এরও বেশি ভারতীয় নাগরিকের সুরক্ষার দিকে মনোনিবেশ করছে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রক আপাতত বায়ুসেনার দুটি বিমান ও INS সুমেধা মোতায়েন করেছে ভারতীয়দের উদ্ধারের জন্য। লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে সুদান সরকারের সঙ্গে। সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাস, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকার সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে।
আরও পড়ুন, Gunmen Fire: হঠাৎই মিনিবাসে উঠে হামলা বন্দুকবাজের! বারুদ ও রক্তের মধ্যেই জারি কার্ফু...