Sudan Crisis: অনুমান ৮ লাখ মানুষ দেশ ছাড়তে পারেন! ৩ সপ্তাহেই চলে গিয়েছেন লক্ষ লোক...
Sudan Crisis: এর মধ্যে মাত্র ৩ সপ্তাহেই চলে গিয়েছে প্রায় ১ লক্ষ সুদানবাসী। মোট ৮ লাখ মানুষ দেশ ছাড়তে পারে বলে অনুমান রাষ্ট্রসংঘের! প্রাণ বাঁচাতে দফায় দফায় মানুষ দেশ ছাড়ছে বলে খবর।
আরও পড়ুন: Uganda: বাসভবনেই দেহরক্ষীর গুলিতে নিহত মন্ত্রী! জেগে উঠল ইন্দিরা-হত্যার স্মৃতি...
আসলে সুদান ছেড়ে-যাওয়া এই সব মানুষ প্রতিবেশী দেশগুলির জন্য একটা অন্যরকম সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ যাঁরা দেশ ছাড়ছেন তাঁরা প্রথমে মূলত প্রতিবেশী দেশগুলিতেই যাবেন। এদিকে এই সব দেশের অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো নয়। ফলে সেখানেও সংকট বাড়তে পারে। আর এভাবে পরিধি বাড়তে-বাড়তে সে-সংকট তখন শুধু আর সুদানের থাকবে না, সন্নিহিত গোটা অঞ্চলটারই হয়ে উঠবে। ফলে এ বিষয়ে শঙ্কিত প্রতিবেশী দেশগুলি।