বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলা

বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল আর্ন্তজাতিক বিমান বন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাল জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিস্ফোরণে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয় জনই বিদেশি।

Updated By: Sep 18, 2012, 10:35 AM IST

বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল আর্ন্তজাতিক বিমান বন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাল জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিস্ফোরণে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয় জনই বিদেশি। আজ সকালে একটি মিনিবাসে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিতর্কিত ছবির প্রতিবাদেই এই হামলা বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।
মিনিবাসের মধ্যে রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার পাইলটেরা ছিলেন। তাঁদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আট জন আফগান শ্রমিক আহত হয়েছেন। দুজন পুলিস কর্মীও গুরুতর জখম হয়েছেন। 

.