মহাকাশের মায়া কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা

দেখতে দেখতে মহাকাশে কেটে গেল ৪ মাস। অবশেষে পৃথিবীতে ফিরছেন মহাকাশচারী সুনিতা উইলিয়মস। তাঁর সঙ্গে রয়েছেন আরও দুই মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্ব সহকর্মী কেভিন ফোর্ডের হাতে তুলে দিয়ে ফিরছেন ভারতীয় বংশদভুত এই আমেরিকান মহাকাশচারী।

Updated By: Nov 18, 2012, 11:19 AM IST

টানা চার মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন মহাকাশচারী সুনীতা উইলিয়মস। ভারতীয় সময় আগামিকাল সকাল ৭.২৩ মিনিটে সুনীতাদের মহাকাশযান সয়ুজ টিএমএ-০৫এম (TMA-05M) কাজাখস্তানের মাটি স্পর্শ করবে। সুনীতা উইলিয়ামসের সঙ্গেই ফিরছেন আরও দুই নভশ্চর ফ্লাইট ইঞ্জিনিয়ার আকি হোসিদে ও ইউরি মেলানশেঙ্কো। ইতিমধ্যেই, আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্ব সহকর্মী কেভিন ফোর্ডের হাতে তুলে দিয়েছেন ভারতীয় বংশদভুত এই মার্কিন মহাকাশচারী।
জুলাইয়ের ১৫ তারিখ কাজাখাস্তান থেকে জাপানের আকি হোশিদে এবং রাশিয়ার ইউরি মেলানচেঙ্কোকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়মস। ১২৭ দিন মহাকাশে স্পেস স্টেশনে কাটিয়ে ফিরছেন তিনি। এর আগেও ছ মাস মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে সুনিতার। ২০০৬ সালে নাসার বিশেষ যানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। নাসার নভোশ্চর ৪৬ বছরের সুনীতা উইলিয়মসের দ্বিতীয়বার মহাকাশযাত্রায় খুশি তাঁর আত্মীয়রা। সুনীতার সাফল্যে গর্বিত ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিজ্ঞানীরা।

.