ফের মহাকাশে সুনীতা
ফের মহাকাশে পাড়ি জমাচ্ছেন সুনীতা উইলিয়াম্স পান্ড্য। আজ কাজাকস্তানের বৈকোনুর কসমোড্রোম থেকে মহাকাশে পাড়ি দেবেন তিনি। `এক্সপেডিশন ৩২`-এর ফ্লাইট ইঞ্জিনিয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা।
ফের মহাকাশে পাড়ি জমাচ্ছেন সুনীতা উইলিয়াম্স পান্ড্য। আজ কাজাকস্তানের বৈকোনুর কসমোড্রোম থেকে মহাকাশে পাড়ি দেবেন তিনি। `এক্সপেডিশন ৩২`-এর ফ্লাইট ইঞ্জিনিয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা। তাঁর সঙ্গে মহাকাশে যাচ্ছেন রাশিয়ার ইউরি মালেনশেঙ্কো এবং জাপানের আখিহিকো হোশিদে।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর পরই অবশ্য `এক্সপেডিশন ৩৩`-এর কমান্ডার হিসেবে দায়িত্ব নেবেন সুনীতা উইলিয়াম্স। এর আগে মহাকাশে ৬-মাস কাটানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়াম্সের। ২০০৬ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিশেষ যানে মহাকাশে পাড়ি দেন তিনি। এমনকি ৪ বার স্পেসওয়াকেরও অভিজ্ঞতা রয়েছে সুনীতা উইলিয়াম্সের। বৈকোনুর কসমোড্রোমে এখন `এক্সপেডিশন ৩২`-এর উড়ানকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।