স্থিতাবস্থার জন্য রোহিঙ্গাদের দেশে ফেরাতে হবে, ঢাকায় দাঁড়িয়ে বার্তা সুষমার

Updated By: Oct 22, 2017, 07:25 PM IST
স্থিতাবস্থার জন্য রোহিঙ্গাদের দেশে ফেরাতে হবে, ঢাকায় দাঁড়িয়ে বার্তা সুষমার

নিজস্ব প্রতিবেদন: মায়ানমারের রাখাইন প্রদেশে অস্থিরতা স্থায়ী সমাধানের পথ সামাজিক ও আর্থিক উন্নয়ন। ঢাকায় দাঁড়িয়ে এই বার্তাই দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর কথায়,''সামাজিক ও অর্থনৈতিক এবং পরিকাঠামোর উন্নয়ন হলেই ইতিবাচক প্রভাব পড়বে।''

রাখাইন প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন সুষমা স্বরাজ। তিনি বলেন, ''রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে ফিরিয়ে দিলেই স্থিতাবস্থা ফিরবে।'' গত ২৫ অগাস্টের পর বাংলাদেশের ত্রাণশিবিরগুলিতে আশ্রয় নিয়েছে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা। ভারতেও প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গা আগে থেকেই অবৈধভাবে বসবাস করছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছে, রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তাদের দেশে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। 
 
আং সান সু কি সরকার জানিয়েছে, তারাও রোহিঙ্গাদের ফেরত নিতে চায়। যদিও রোহিঙ্গাদের জঙ্গিযোগের প্রসঙ্গটি তুলে বিরোধিতা করেছে সে দেশের বৌদ্ধ সংগঠনগুলি। 
  
আরও পড়ুন, হাসিনাকে চাপে রাখতেই কি খালেদার সঙ্গে বৈঠকে সুষমা?

.