ফের আফগানিস্তানে তালিবান হামলা, হত ৫
ফের আফগানিস্তানে তালিবান হামলা। হামলায় নিহত হয়েছেন ক বিদেশি সহ পাঁচজন। শনিবার বিকেলে কাবুলে দক্ষিণ আফ্রিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনে অফিসে হামলা চালায় তালিবান জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত দুটি বিস্ফোরণ ঘটানো হয় বাড়িটিতে। বাড়িটিতে আগুন ধরে যায়। পরে পৌছয় পুলিস। পুলিস ও জঙ্গিদের লড়াইয়ে নিহত হয়েছে তিন বন্দুকবাজ।
![ফের আফগানিস্তানে তালিবান হামলা, হত ৫ ফের আফগানিস্তানে তালিবান হামলা, হত ৫](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/30/31828-tali.jpg)
ওয়েব ডেস্ক: ফের আফগানিস্তানে তালিবান হামলা। হামলায় নিহত হয়েছেন ক বিদেশি সহ পাঁচজন। শনিবার বিকেলে কাবুলে দক্ষিণ আফ্রিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনে অফিসে হামলা চালায় তালিবান জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত দুটি বিস্ফোরণ ঘটানো হয় বাড়িটিতে। বাড়িটিতে আগুন ধরে যায়। পরে পৌছয় পুলিস। পুলিস ও জঙ্গিদের লড়াইয়ে নিহত হয়েছে তিন বন্দুকবাজ।