ভালবাসার মুক্ত হাওয়ার পন্থী আয়ারল্যান্ড, সে দেশে গণভোটে স্বীকৃতি পেল সমকামী বিয়ে
গণনা এখনও শেষ হয়নি। কিন্তু, ইতিমধ্যেই 'হ্যাঁ'-এর প্রতিষ্ঠা এক কথায় নিশ্চিত। ভালবাসার মুক্তির 'অন্য' হাওয়ায় এখন আছন্ন আয়ারল্যান্ড। গণভোটে আইরিশরা সমকামী বিয়ের আইনি স্বীকৃতির পক্ষেই মত দিল।
ওয়েব ডেস্ক: গণনা এখনও শেষ হয়নি। কিন্তু, ইতিমধ্যেই 'হ্যাঁ'-এর প্রতিষ্ঠা এক কথায় নিশ্চিত। ভালবাসার মুক্তির 'অন্য' হাওয়ায় এখন আছন্ন আয়ারল্যান্ড। গণভোটে আইরিশরা সমকামী বিয়ের আইনি স্বীকৃতির পক্ষেই মত দিল।
'হ্যাঁ' ক্যাম্পেনারদের ছাতি স্বভাবতই গর্বে বেশ খানিকটা ফুলে গেছে। আনন্দ অশ্রু আর উৎসবে মাতোয়ারা আয়ারল্যান্ড এখন ডাবলিন ক্যাসেলে ফলাফলের সরকারি ঘোষণার অপেক্ষায়।
শুধুমাত্র সমকামী বিয়েতে সম্মতি প্রদান নয়, এই গণভোট অন্য এক আয়ারল্যান্ডের ছবি গোটা বিশ্বের সামনে তুলে ধরল। বহু বছর পর কোনও গণভোটে ব্যপকভাবে অংশগ্রহণ করল সে দেশের যুব সমাজ।
বিষয়টা শুধু সমকামী বিয়ের আইনি স্বীকৃতির মধ্যে আবদ্ধ ছিল না। বিষয়টা ছিল অনেক বেশি ছিল আইরিশ সমাজের তথাকথিত গোঁড়ামির মধ্যে থেকে সমপ্রেমের অধিকার আদায়। বিষয়টা ছিল আয়ারল্যান্ডের সমাজে সত্যি সাম্যের অনুসন্ধান।
আর এখানেই জিতে গেলেন 'হ্যাঁ' পন্থীরা। লিঙ্গ বৈষম্যকে ছুঁড়ে ফেলে সমপ্রেমের অধিকার প্রতিষ্ঠিত হল আয়ারল্যান্ডে।
সমকামী বিয়ের আইনি স্বীকৃতি নিয়ে বেশ কিছুদিন ধরেই আয়ারল্যান্ডে বিতর্ক তুঙ্গে। এবার সমাধানের রাস্তা খুঁজতে গণভোটের পথ অবলম্বন করেছিল সে দেশের সরকার। 'হ্যাঁ' বা 'না'-এ সহজেই ভোট দিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের সাধারণ মানুষ।
দু'মাস ধরে আয়ারল্যান্ডে সমকামী বিয়ের আইনি স্বীকৃতির দাবিতে ব্যপক প্রচার চলছে। শুক্রবারের গণভোটের পর আশা করা হয়েছিল আইরিশ সংবিধান সমকামী বিয়েকে স্বীকৃতি দানের পক্ষেই হাঁটবে।
তবে ট্র্যাক রেকর্ড কিছুটা হলেও চিন্তায় রেখেছিল গে রাইটস অ্যাক্টিভিস্টদের। আয়ারল্যান্ডে এর আগে বেশ কিছু গণভোটের ফলাফল কিন্তু প্রত্যাশার একেবারে অন্যপথে হেঁটেছে। কিন্তু, আজকের ফলাফল প্রমাণ করল আইরিশ যুব সমাজ ভালবাসার মুক্ত হাওয়ার পন্থী।