টিউনিশিয়ার হামলাকারী জঙ্গি ২৪ বছরের ছাত্র রেজগুইয়ের ছবি প্রকাশ করল আইসিস
টিউনিশিয়ার হামলাকারী জঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল আইসিস। চিহ্নিত করা গিয়েছে কুয়েতের মসজিদে হামলাকারী আত্মঘাতী জঙ্গিকেও। ওই ব্যক্তি সৌদি নাগরিক বলে জানিয়েছে কুয়েতের সরকারি টিভি চ্যানেল। সিরিয়ায় হামলার পর রক্তাক্ত সংঘর্ষে আইসিসের হাত থেকে কোবানি শহর উদ্ধার করেছে কুর্দিশ সেনা। একই দিনে আলাদা আলাদা তিনটি দেশে জঙ্গি হামলা। নাশকতার নতুন মানচিত্রই একসঙ্গে জুড়ে দিয়েছে তিন মহাদেশের তিন দেশকে। সিরিয়া, ফ্রান্স, টিউনিশিয়া।
ওয়েব ডেস্ক: টিউনিশিয়ার হামলাকারী জঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল আইসিস। চিহ্নিত করা গিয়েছে কুয়েতের মসজিদে হামলাকারী আত্মঘাতী জঙ্গিকেও। ওই ব্যক্তি সৌদি নাগরিক বলে জানিয়েছে কুয়েতের সরকারি টিভি চ্যানেল। সিরিয়ায় হামলার পর রক্তাক্ত সংঘর্ষে আইসিসের হাত থেকে কোবানি শহর উদ্ধার করেছে কুর্দিশ সেনা। একই দিনে আলাদা আলাদা তিনটি দেশে জঙ্গি হামলা। নাশকতার নতুন মানচিত্রই একসঙ্গে জুড়ে দিয়েছে তিন মহাদেশের তিন দেশকে। সিরিয়া, ফ্রান্স, টিউনিশিয়া।
টিউনিশিয়ার সৌসি শহরের বিচ-রিসর্টে টুরিস্টদের পোশাকেই ঢুকে পড়েছিল সইফ রেজগুই। রবিবার সেই জঙ্গির ছবি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল আইসিস। ২৪ বছরের ছাত্র রেজগুইয়ের বিরুদ্ধে এর আগের কোনও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ নেই। মাত্র মাস ছয়েক আগেই সে আইসিসের সংস্পর্শে আসে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। জঙ্গি কার্যকলাপে লাগাম পড়াতে উঠে পড়ে লেগেছে টিউনিশিয়ার সরকার। জঙ্গিবাদ প্রচারের জন্য ৮০টি মসজিদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন টিউনিশিয়ার প্রধানমন্ত্রী।
কুয়েতের শহরে আল-ইমাম-আল-সাদেক মসজিদে আত্মঘাতী হামলায় নিহতদের শেষকৃত্য হয়েছে। ওই হামলার দায় আগেই স্বীকার করেছিল আইসিস। সোমবার সেই জঙ্গিও চিহ্নিত হয়েছে। কুয়েতের অভ্যন্তরীন মন্ত্রক জানিয়েছে, ওই জঙ্গি সৌদি আরবের নাগরিক। ফাহাদ সুলেমান আল-কোয়াবা নামের ওই আত্মঘাতী জঙ্গি হামলার দিন সকালেই কুয়েত এয়ারপোর্টে পৌছেছিল। কুয়েতের কোবানি শহরে গণহত্যার পরও লড়াই জারি রয়েছে। আইসিস জঙ্গিদের হাত থেকে শনিবারই কোবানি শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে কুর্দ সেনারা। মৃত্যু হয়েছে ষাটজন আইসিস জঙ্গির।