পর্নসাইট নিষিদ্ধ করে ঠিক এটাই বলল রাশিয়া সরকার
পর্নহাব আর ইউপর্ন। নিষিদ্ধ করা হয়েছে এই দুটি পর্নসাইট। আর দেশবাসীর মধ্যে ভীষণ জনপ্রিয় এই সাইট দুটি নিষিদ্ধ ঘোষণা করে রাশিয়া সরকার যা বলল, তা এককথায় 'হিলেরিয়াস'। দেশবাসীর উদ্দেশ্যে সরকারের পরামর্শ, 'পর্ন না দেখে রিয়েল লাইফে সঙ্গিনীকে খুঁজে নিন।'
![পর্নসাইট নিষিদ্ধ করে ঠিক এটাই বলল রাশিয়া সরকার পর্নসাইট নিষিদ্ধ করে ঠিক এটাই বলল রাশিয়া সরকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/17/66107-porn-sites-banned-in-india.jpg)
ওয়েব ডেস্ক : পর্নহাব আর ইউপর্ন। নিষিদ্ধ করা হয়েছে এই দুটি পর্নসাইট। আর দেশবাসীর মধ্যে ভীষণ জনপ্রিয় এই সাইট দুটি নিষিদ্ধ ঘোষণা করে রাশিয়া সরকার যা বলল, তা এককথায় 'হিলেরিয়াস'। দেশবাসীর উদ্দেশ্যে সরকারের পরামর্শ, 'পর্ন না দেখে রিয়েল লাইফে সঙ্গিনীকে খুঁজে নিন।'
একদিকে জনপ্রিয় পর্নসাইট নিষিদ্ধ , অন্যদিকে সরকারের এমন 'পরামর্শে' তাজ্জব বনে গেছেন সেদেশের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ নিজের ক্ষোভও উগড়ে দিয়েছেন। জানিয়েছেন হতাশা। সরকারের এই সিদ্ধান্তকে রীতিমত ব্যঙ্গও করেছেন কেউ কেউ।
আরও পড়ুন, কন্ডোম না পেয়ে পলিব্যাগ ব্যবহার করল যুগল!