বৃহস্পতি-শুক্রের বিবাদ মিটল? একসঙ্গে তাদের দেখে প্রশ্ন সোশ্যাল মিডিয়ার

সোমবার ভোর ভোর উঠতেই দেখা গেল বৃহস্পতি-শুক্রকে। একেবারে জগাই-মাধাইয়ের মতো উজ্জ্বল আবির্ভাব তাদের। সত্যিই এ বিরল দৃশ্য।

Updated By: Nov 13, 2017, 03:23 PM IST
বৃহস্পতি-শুক্রের বিবাদ মিটল? একসঙ্গে তাদের দেখে প্রশ্ন সোশ্যাল মিডিয়ার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি: সোমবার ভোর ভোর উঠতেই দেখা গেল বৃহস্পতি-শুক্রকে। একেবারে জগাই-মাধাইয়ের মতো উজ্জ্বল আবির্ভাব তাদের। সত্যিই এ বিরল দৃশ্য।

আরও পড়ুন- সোমবার আকাশে 'মিলে যাবে' বৃহস্পতি ও শুক্র

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্রিটেনে শুক্রের দেখা মেলে স্থানীয় সময় ভোর ৫টা ৫৬ মিনিটে। এবং বৃহস্পতিকে দেখা তার ঠিক ২মিনিট পরে। বৃহস্পতি আর শুক্র দুই গ্রহ চলে এসেছে বড় কাছাকাছি। কালও এই সময় বৃহস্পতি এবং শুক্রকে দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। দুই গ্রহ এক সরলরেখায় থাকায় বিচ্ছুরণ দেখে মনে হয় একটিই গ্রহ।

আরও পড়ুন- ইরান-ইরাক সীমান্তে প্রবল ভূমিকম্প, মৃত ২০৭, আহত ১৭০০

তবে এই দুই গ্রহকে নিয়ে একটা মজার কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্রহ্মাণ্ডের আদি কাল থেকেই নাকি শুক্র এবং বৃহস্পতির সম্পর্ক অহি-নকুলের। কোনও দিনই কেউ কারওর মুখ দেখে না। পুরাণ অনুযায়ী,  যখন দেবতা আর অসুরের ত্রাহি ত্রাহি সংগ্রাম, সেই থেকে মুখ দেখাদেখি নেই দেবগুরু বৃহস্পতি আর অসুরদের আচার্য শুক্রের।  সেই বৈরিতা দূরে সরিয়ে গল্প লেখা হয়েছে কচ-দেবযানীর। সেই বৈরিতার মহাকাব্যিক গল্প কথার আবার যেন পুনর্জন্ম। বরফ গলতেই যেন আবারও কাছাকাছি বৃহস্পতি-শুক্র-র।

.