Mother of Bombs | MK-84: প্যালেস্টাইন গুঁড়িয়ে দিতে ইজরায়েলের হাতে ট্রাম্প দিলেন দানব বোমা! সভ্যতার শত্রু...

Israel | US ships: ইজরায়েল ডিফেন্স মন্ত্রণালয় একটি ছবি পোস্ট করেছে। আক্রমণের পর ইজরায়েলকে হাজার হাজার ২,০০০ পাউন্ড ওজনের বোমা পাঠিয়েছিল। বিস্তৃত বিস্ফোরণ রেডিয়াস এবং শহুরে এলাকায় ব্যবহৃত হলে এর বিধ্বংসী প্রভাব হবে।

Updated By: Feb 19, 2025, 08:03 PM IST
Mother of Bombs | MK-84: প্যালেস্টাইন গুঁড়িয়ে দিতে ইজরায়েলের হাতে ট্রাম্প দিলেন দানব বোমা! সভ্যতার শত্রু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৮০০টি MK-84 বোমা। যার প্রতিটির ওজন দু'হাজার পাউন্ড (৯০০ কেজি)। বর্তমান ইজরায়েল-হামাসের যুদ্ধে নতুন তথ্য উঠে এসেছে। সেখানেই জানা যাচ্ছে, ১৮০০টি সুবিশাল বোমা আমেরিকা থেকে এসে পৌঁছাল তেল আভিভয়ে। জানা যাচ্ছে, এই কন্সাইনমেন্ট পাঠিয়েছে ডোলান্ড ট্রাম্প পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার। উল্লেখ্য, শেষবার যখন ইজরায়েলে এই কন্সাইনমেন্টে এসেছিল সেটি বাইডেন সই করেননি।

আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম ১০ হাসপাতাল: তালিকায় যুদ্ধধ্বস্ত সার্বিয়া-রিক্ত শ্রীলঙ্কা! নেই ভারত!...

কন্সাইনমেন্টটির কনফার্মেশন হিসেবে, ইজরায়েল ডিফেন্স মন্ত্রণালয় একটি ছবি পোস্ট করেছে, যেখানে বেশকিছু ট্রাক বন্দর থেকে সেই বোমাগুলি নিয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। ইজরায়েল এমন সময় এই সাহায্য পেয়ে এসেছে, যখন ইরান ছাড়া তারা লেবাননের হিজবুল্লাহ এবং প্যালেস্টাইনের হামাসের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে। এর ফলে পশ্চিম এশিয়াতে নতুন সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হয়েছে।

MK-84 যার ওজন প্রায় ৯০০ কেজি। যেটি খুব সহজেই মোটা কংক্রিটের দেওয়াল যা বিশাল বড় এলাকজুড়ে বিস্ফোরণ ঘটাতে পারে। বাইডেন প্রশাসন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে প্যালেস্টাইনে হামাস যোদ্ধাদের আক্রমণের পর ইজরায়েলকে হাজার হাজার ২,০০০ পাউন্ড ওজনের বোমা পাঠিয়েছিল, তবে পরবর্তীতে একটি চালান আটকে রাখা হয়েছিল। সেই আটকা রাখা চালানটি গত মাসে ট্রাম্প মুক্ত করে দেন। 

আরও পড়ুন: মোটা শিকলে বাঁধা হাত-পা! কীভাবে পাঠানো হয় অবৈধবাসীদের? ভিডিয়ো পোস্ট হোয়াইট হাউসের...

বোয়িং দ্বারা উৎপাদিত MK-84 বোমাগুলি একটি বিতর্কিত অস্ত্র, কারণ এর বিস্তৃত বিস্ফোরণ রেডিয়াস এবং শহুরে এলাকায় ব্যবহৃত হলে এর বিধ্বংসী প্রভাব হবে। ২০২৩ সালের অক্টোবর মাসে সংঘাতের শুরু থেকে, যুক্তরাষ্ট্র ইজরায়েলকে ৭৬,০০০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, যা আধুনিক ইজরায়েলি ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক সরবরাহ চেইন হিসেবে চিহ্নিত হয়েছে। সমালোচকরা দাবি করছেন যে, এই পরিমাণ সহায়তা মানব সভ্যতাকে আরও সঙ্কটকে ফেলেছে। 

নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পরবর্তী অস্ত্র সরবরাহগুলি ট্রাম্পের অফিসে ফিরে আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তিত দৃষ্টিকোণকে তুলে ধরে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বিবৃতিতে, ট্রাম্প ঘোষণা করেছেন যে, "অনেক জিনিস যা ইজরায়েল অর্ডার করেছে এবং যা বাইডেন পাঠায়নি, তা পাঠানো হচ্ছে।" 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.