রাষ্ট্র সংঘের জলবায়ু সম্মেলনে মোদীর বক্তব্য শুনতে হঠাত্ই হাজির ট্রাম্প!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ভাষণ শোনার পরেই তিনি সভা ছাড়েন।
নিজস্ব প্রতিবেদন: তাঁর আসার কথা ছিল না। তবু এলেন। রাষ্ট্র সংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ সম্মেলনে হঠাত্ই হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প। সূচিতে না তাকলেও আচমকা উপস্থিত হয়ে চমকে দিলেন ট্রাম্প। থাকলেন খুব অল্প সময়ের জন্য। তারই মধ্যে নরেন্দ্র মোদীর বক্তব্য শুনে বিদায় নিলেন ট্রাম্প।
President Trump and VP Pence attend then leave climate summit at United Nations. #UNGA. pic.twitter.com/5a0e0Km7lx
— The Hill (@thehill) September 23, 2019
অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন বলে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনাসভায় থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ডো ট্রাম্প। সোমবার সম্মেলনে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ছিলেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ভাষণ শোনার পরেই তিনি সভা ছাড়েন।
Trump endures nearly 15 whole minutes of UN Climate Summit https://t.co/jd2g61bkwg pic.twitter.com/J9lZ3WeaEH
— Gizmodo (@Gizmodo) September 23, 2019
রবিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ৫০,০০০ প্রবাসী ভারতীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে হাজির থাকার জন্য টুইট করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। টুইটে মোদী লেখেন, 'প্রিয় ডোনাল্ড ট্রাম্প, হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে আপনার উপস্থিতি ভারত - মার্কিন সম্পর্কে দিন নির্ণায়ক মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আপনি ভারত ও ভারতীয়দের বলিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। আপনার উপস্থিতি ভারতীয় প্রতিনিধিত্বের প্রতি আপনার সম্মানের উদাহরণ।'