ভুলের মাশুল দিতে হচ্ছে ট্রাম্পকে, নিচু গলায় ভিডিও পোস্ট ট্রাম্পের
বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলেরই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
করোনা আক্রান্ত ট্রাম্প। মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি। বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলেরই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি একটি ভিডিও টুইট করেন। যেখানে তিনি সকলকে ধন্যবাদ জানান। ওয়ালটার রিড ন্যাশেনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হতে চলেছেন সেই সংবাদও দেন তিনি। তাড়তাড়ি সুস্থ হয়ে উঠবেন সেই আশা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট।
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
আরও পড়ুন : করোনায় কাবু 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি'! মাস্ক পরে ভর্তি হতে গেলেল হাসপাতালে
অন্যদিকে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও করোনায় আক্রান্ত। সে খবর ট্রাম্প নিজেই সস্ত্রীক টুইট করে জানিয়েছেন। সঙ্গে কোয়ারেন্টিনে থাকবেন বলে শুরুতে জানিয়েছিলেন। কিন্তু শরীরের অস্বস্তি থাকায় হাসাপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার সকালে ট্রাম্প জানান, ভালো আছেন তিনি।
Going welI, I think! Thank you to all. LOVE!!!
— Donald J. Trump (@realDonaldTrump) October 3, 2020