কোভিড যুদ্ধে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য Twitter এর
তিন স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান
![কোভিড যুদ্ধে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য Twitter এর কোভিড যুদ্ধে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য Twitter এর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/11/319887-twitter-1.png)
নিজস্ব প্রতিবেদন: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে টুইটার (Twitter)। মারণরোগ রুখতে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ১১০ কোটি) সাহায্য করল জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট। সংস্থার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসি সোমবার টুইট করে জানান, আর্থিক সাহায্যের পুরোটাই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে (NGO) দেওয়া হবে। এক সংস্থাকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ও বাকি দুই সংস্থার এক একটিকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে।
আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য বড় সুবিধা! বাড়িতে বসেই অন্য Branch এ স্থানান্তর Account
সংস্থাগুলির পক্ষ থেকে এই সুসংবাদ পেয়ে জানানো হয়েছে,'টুইটারের এই অনুদান জীবনদায়ী সরঞ্জাম কেনার জন্য ব্যবহৃত হবে। ঐ টাকা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর, বাই PAP, CPAP মেশিন কিনে তা সরকারি হাসপাতাল ও কোভিড-১৯ কেয়ার সেন্টার ও হাসপাতালগুলিতে বিতরণ করা হবে।' অনুদান পেয়ে আরেক সংস্থা জানায় তাঁরা প্রথম সারির যোদ্ধাদের জন্য পিপিই কিট, মাস্ক সহ অক্সিজেন জোগানের ব্যবস্থা করবে। একইসাথে জনসাধারণের টিকাকরণের জন্যও কাজ করবে। অনুদান পেয়ে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম কিনে তা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে এগিয়ে এসেছে তৃতীয় সংস্থাটি।