নাসার ক্যামেরায় ভিন গ্রহের যানের ছবি!

Updated By: Jun 30, 2015, 09:24 PM IST

 

ওয়েব ডেস্ক: চলছিল নাসার লাইভ কভারেজ। মহাকাশ গবেষণা কেন্দ্রের চারিদিকে গোল হয়ে ঘুরছিল নাসার ক্যামেরা। সেই সময় হঠাত্‍ই দেখা যায় অদ্ভুত এক জিনিস। ব্যাপরটা বুঝতে পেরেই হয়তো লাইভ কভারেজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরে অনেকবার চেষ্টা করেও বোঝা যায়নি জিনিসটা ঠিক কী। আবছা মত জিনিসটা দেখতে অনেকটা সিনেমায় দেখানো উইএফও বা ভিন গ্রহের যানের মত। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিনগ্রহের তত্ত্বে বিশ্বাসীরা বলতে শুরু করেন জিনিসটা আসলে উইএফও। নাসা অবশ্য এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

.