বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর-কে 'আন্তর্জাতিক জঙ্গি'র তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

ইয়াজিদি মহিলা নিহাদ বারাকত ২০১৬ সালে মে মাসে ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া এক সাক্ষাত্কারে অভিযোগ করেছেন তাঁকে অপহরণ করে যৌনদাসী বানিয়েছিল এই সিদ্ধার্থ ধর-ই।

Updated By: Jan 24, 2018, 12:50 PM IST
বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর-কে 'আন্তর্জাতিক জঙ্গি'র তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন: বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর-কে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সিদ্ধার্থের সঙ্গে আবদেললতিফ নামে আরও এক মরোক্কোর বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিককেও আন্তর্জাতিক জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক।

মার্কিন জাতীয় নিরাপত্তায় আঘাত কিংবা সে দেশের নাগরিককে হুমকি দেওয়া, সন্ত্রাস কার্যকলাপে যুক্ত হওয়া ও হামলা চালানোর মতো অভিযোগ থাকলে মার্কিন এগজিকিউটিভ অর্ডারের সেকশন ১(বি) ধারায় সেই ব্যক্তিকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন- বিদায়! আত্মঘাতী হওয়ার আগে সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরল আইসিস জঙ্গি

প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে আন্তর্জাতিক সাংবাদমাধ্যমে খবরের শিরোনামে চলে আসে সিদ্ধার্থ ধর ওরফে আবু রমায়েশ। সে সময় আইএস জঙ্গি গোষ্ঠীর প্রকাশিত এক ভিডিওয়ে কয়েকজন বন্দিকে অবলীলায় হত্যা করতে দেখা যায়। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামারুনের সমালোচনা করে ওই জঙ্গি। এরপর ব্রিটিশ গোয়েন্দারা জানান, এই জঙ্গি আদপে সিদ্ধার্থ ধর। ২০১৪ সালে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল সে। জামিন পেলে ব্রিটেন ছেড়ে সস্ত্রীক সিদ্ধার্থ চলে যায় সিরিয়ায়। সেখানে আইসিস জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার বনে যায় সিদ্ধার্থ।  

আরও পড়ুন- নিশ্চিন্তে থাকুন, ৪ ফেব্রুয়ারি পৃথিবী ধ্বংস হচ্ছে না

ইয়াজিদি মহিলা নিহাদ বারাকত ২০১৬ সালে মে মাসে ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া এক সাক্ষাত্কারে অভিযোগ করেছেন তাঁকে অপহরণ করে যৌনদাসী বানিয়েছিল এই সিদ্ধার্থ ধর-ই। ব্রিটিশ গোয়েন্দা সূত্রে খবর, আইএস 'জল্লাদ' মহম্মদ এমওয়াজি-র জায়গায় নয়া 'জিহাদি জন' হিসাবে কাজ করছে সিদ্ধার্থ ধর।

আরও পড়ুন- ঝুঁকলেই স্তনযুগল দেখা যায়, তাই সটান চিঠি সরকারকে!

.