ইজরায়েলকে অস্ত্র সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের, ইজরায়েলি আগ্রাসনে গাজায় মৃত্যু মিছিল অব্যাহত

গাজায় রাষ্ট্রসঙ্ঘের স্কুলে ইজরায়েলি শেল বর্ষণের তীব্র নিন্দা করলেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান বান কি মুন। তাঁর মতে রাষ্ট্রসঙ্ঘের আশ্রয়স্থল যুদ্ধ ক্ষেত্র নয়। এই ঘটনার তীব্র সমালোচনা করে রাষ্ট্রসঙ্ঘ প্রধান জানিয়েছেন ''ঘুমন্ত শিশুদের উপর আক্রমণের মত ঘৃণ্য আর কিছু হতে পারে না।''

Updated By: Jul 31, 2014, 10:00 AM IST
ইজরায়েলকে অস্ত্র সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্রের, ইজরায়েলি আগ্রাসনে গাজায় মৃত্যু মিছিল অব্যাহত

গাজা: গাজায় রাষ্ট্রসঙ্ঘের স্কুলে ইজরায়েলি শেল বর্ষণের তীব্র নিন্দা করলেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান বান কি মুন। তাঁর মতে রাষ্ট্রসঙ্ঘের আশ্রয়স্থল যুদ্ধ ক্ষেত্র নয়। এই ঘটনার তীব্র সমালোচনা করে রাষ্ট্রসঙ্ঘ প্রধান জানিয়েছেন ''ঘুমন্ত শিশুদের উপর আক্রমণের মত ঘৃণ্য আর কিছু হতে পারে না।''

অন্যদিকে ইজরায়েলকে অস্ত্র সাহায্যে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় কিছু কিছু স্থানে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল। তবে 'আত্মরক্ষার' খাতিরে আক্রমণ বন্ধ করবে না বলে জানিয়েছে তারা।

প্যালেস্তাইনের সরকারি সূত্রে খবর ইজরায়েলের লাগাতার আক্রমণে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১,৪০০ ছাড়িয়েছে। গুরুতর আহত অন্তত ৭,৫০০ জন প্যালেস্তাইনি। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাস ইজরায়লি আগ্রাসনকে 'যুদ্ধাপরাধ' বলে আখ্যা দিয়েছেন।

 

.