আবাসনের মধ্যে দিয়েই চলছে ট্রেন! দেখুন ভাইরাল ভিডিও

২০০৪ সালে চালু হয় এই বিচিত্র রেলপথ। স্থানীয় বাসিন্দাদের কাছেও এই রেলপথটি বেশ জনপ্রিয়।

Updated By: Apr 20, 2018, 06:17 PM IST
আবাসনের মধ্যে দিয়েই চলছে ট্রেন! দেখুন ভাইরাল ভিডিও
ছবি: ইউটিউব, পিপল'স ডেইলি চায়না

এখন যে কোনও বড় আবাসনে সুইমিং পুল, খেলার মাঠ, অডিটোরিয়াম, ডিপার্টমেন্টাল স্টোর থাকে আবাসিকদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য। ইদানীং এর সঙ্গে জুড়ে গিয়েছে স্কাই ওয়াক, স্পোর্টস অ্যাকাডেমি, হাসপাতাস বা স্কুলও। কিন্তু আবাসনের মধ্যে দিয়ে আস্ত ট্রেন চলাচল করছে, এমন দেখেছেন কখনও? আবাসনের ফ্ল্যাটের নীচে যেমন পার্কিং থেকে গাড়ি যাতায়াত করে, অনেকটা তেমন ভাবেই নিয়মিত ট্রেন চলাচল করে।

অবাক হচ্ছেন! অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হয় দক্ষিণ পশ্চিম চিনের চংকিং-এ। সম্প্রতি পিপল'স ডেইলি চায়না-র ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতেই ধরা পড়েছে এমন অবাক করা দৃশ্য। চলন্ত ট্রেনের ভিতর থেকে তোলা এই ভিডিওটি দেখলে মনে হতেই পারে, এ যেন কোনও রোলার কোস্টার। ২০০৪ সালে চালু হয় এই বিচিত্র রেলপথ। স্থানীয় বাসিন্দাদের কাছেও এই রেলপথটি বেশ জনপ্রিয়। এ বার নিজের চোখেই দেখে নিন অদ্ভুত সেই রেলপথ।

.