উহানে পৌঁছল হু-র বিশেষ প্রতিনিধিদল
অবশেষে ঘটল সেই বহু ঈপ্সিত ঘটনাটি। চিনের উহানে পৌঁছল 'হু'-র দল।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে ঘটল সেই বহু ঈপ্সিত ঘটনাটি। চিনের উহানে পৌঁছল 'হু'-র দল।
করোনায় কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য প্রথম পাওয়া গিয়েছিল চিনের উহানে (Wuhan)। তার পর থেকে বহুবার সেখানে গিয়ে সব কিছু খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
চিন (China) অবশ্য় এই দাবি খারিজ করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বের চাপের কাছে নত হয় চিন। করোনার উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিশেষজ্ঞ দলকে নিজেদের দেশে আসতে দিতে বাধ্য় হয় তারা।
হু-র দশ সদস্যের এই বিশেষজ্ঞ দলটি উহানে পৌঁছল বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, জার্মানি ইত্য়াদি দেশের প্রতিনিধি মিলিয়ে তৈরি হয়েছে দলটি। করোনার উৎস অনুসন্ধানে এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়ে আসছিল হু।
Also Read: এক মিনিটে তিন মৃত্যু, করোনা-আবহে আমেরিকার ভয়ঙ্কর ২৪ ঘণ্টা