Imran Khan: 'চোরদের সঙ্গে বসব না', ন্যাশন্যাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা ইমরানের

গদি চলে যাওয়ার পর গতকালই তাঁর প্রথম বিবৃতিতে ইমরান খান বলেছিলেন,' ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান। তবে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার ফের একবার পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ শুরু হল

Updated By: Apr 11, 2022, 07:10 PM IST
Imran Khan: 'চোরদের সঙ্গে বসব না', ন্যাশন্যাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা ইমরানের

নিজস্ব প্রতিবেদন: অনাস্থাভোটে হেরে তখত হারিয়েছেন ইমরান খান। বিরোধীদের এখন চিন্তা কীভাবে ইমরান খানকে একজিট কন্ট্রোল লিস্টে ফেলা যায়। অর্থাত্ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে না দেওয়া। এরকম এক পরিস্থিতিতে ন্য়াশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দিলেন কিং খান। এনিয়ে তাঁর ব্যাখ্যা, সংসদে 'চোরদের' সঙ্গে বসব না।

গদি চলে যাওয়ার পর গতকালই তাঁর প্রথম বিবৃতিতে ইমরান খান বলেছিলেন,' ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান। তবে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার ফের একবার পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ শুরু হল। দেশের মানুষই তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে।' আজ একেবারে সংসদই ছেড়ে দিলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর টুইটার হ্যান্ডেলে ইমরানকে উদ্ধৃত করে থেকে টুইট করা হয়েছে, 'যার বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে যে-ই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত করুক তা দেশের জন্য সম্মানজনক হতে পারে না। আমরা ন্য়াশনাল অ্যাসেম্বলি ছাড়ছি।'

উল্লেখ্য, ইমরান খান ছাড়াও তাঁর দলের অনেক সাংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দিয়েছেন। স্পিকারের কাছে প্রথম ইস্তফাপত্র জমা দেন পিটিআই সাংসদ মুরাদ সইদ। ইমরান ঘনিষ্ঠ ও দেশের প্রাক্তন ইন্টিরিয়ার মন্ত্রী সেখ রসিদ বলেছেন,'সংসদে বসে থাকার আর কোনও প্রয়োজন নেই। বুধবার পেশয়ার যাচ্ছেন ইমরান খান। সেখানে তিনি মানুষের সামনে দাঁড়াবেন। এছাড়াও প্রতি রবিবার তিনি দেশের মানুষকে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সামিল হতে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান জানাবেন।'

আরও পড়ুন-Imran Khan: 'ফের স্বাধীনতার লড়াই শুরু হল', গদিচ্যুত হয়ে সরব ইমরান খান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.