জানতেনই না তিনি গর্ভবতী, 'হঠাৎ' জন্ম দিলেন নবজাতকের
![জানতেনই না তিনি গর্ভবতী, 'হঠাৎ' জন্ম দিলেন নবজাতকের জানতেনই না তিনি গর্ভবতী, 'হঠাৎ' জন্ম দিলেন নবজাতকের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/08/65430-surprisebirth.jpg)
ওয়েব ডেস্ক: "রাত পেরিয়ে তখন ভোররাত। ক্যালিফোর্নিয়াতে ঘড়ির কাটা তখন চারের ঘরে। হঠাৎ ভীষণ রকম যন্ত্রণা অনুভব হচ্ছিল পেটে। কিছুক্ষণের মধ্যেই যে নবজাতকের জন্ম দেব, কিছুতেই বুঝতে পারিনি। আমি গর্ভববতী এটাই জানতাম না", তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার পর সংবাদ মাধ্যমকে এই কথাই জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩৫ বছর বয়সী জেনিফার ফাবেলা।
৩৫ বছরের এই মহিলা এখন তিন সন্তানের মা। এর আগে দুই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাঁদের মধ্যে একজনের বয়স ১৩ অন্যজনের ৭।
শারীরিক ওজন বেড়েছিল তিনি তা বুঝছিলেন, কিন্তু তাঁর গর্ভে যে বেড়ে উঠছে ভ্রূণ তা টেরই পাননি। তাঁর স্বামীও ওয়াকিবহল ছিলেন না গোটা ঘটনায়। সন্তানের জন্মের পর অবাক হয়েছেন নবজাতকের পিতা জেফও। নবজাতকের জন্মের খবর পেয়ে পরিবার ও বন্ধু বান্ধবের শুভেচ্ছা পেয়েছেন জেফ ও জেনি।