চেয়েছিলেন গালের টোল, সার্জারির পর দেখলেন গভীর গর্ত
খুব সখ ছিল হাসলে গালে টোল পড়বে। ক্যারেলে ক্যাম্পবেল। পেশায় আইনজীবী। `ডিম্পল প্রসিডিওয়র` করাতে গিয়েই বাধল বিপদ। টোলের বদলে গালে পড়ল গর্ত।
খুব সখ ছিল হাসলে গালে টোল পড়বে। ক্যারেলে ক্যাম্পবেল। পেশায় আইনজীবী। `ডিম্পল প্রসিডিওয়র` করাতে গিয়েই বাধল বিপদ। টোলের বদলে গালে পড়ল গর্ত।
ক্যাম্পবেল প্রথম মহিলা যিনি কৃত্রিম ভাবে গালে টোল পড়ানোর প্লাস্টিক সার্জারি করান। কিন্তু এখন মুখে ক্ষত তৈরি হওয়ায় অনুশোচনা ছাড়া উপায় নেই। তবে যার জন্য এত ঝক্কি, তাতে খরচাও কম হয়নি। মোট ২,৫০০ ডলার গুনতে হয়েছে মহিলাকে। প্লাস্টিক সার্জারির পর দেখা যায়, গালের গর্ত আরও গভীর হয়েছে।
চিকিৎসকরা বলছেন এখন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব। টোলের সখ `শক` দিয়েছে ক্যারেলেকে। বার বার আপশোস করা ছাড়া এখন আর কোনও উপায় নেই, মানছেন তিনিও।
ভিডিও দেখুন...