World Teachers' Day 2021: সমাজের প্রতি শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন

বিশ্ব শিক্ষক দিবস; একরকম গুরুপ্রণামেরই দিন এই ৫ অক্টোবর।

Updated By: Oct 5, 2021, 12:19 PM IST
World Teachers' Day 2021: সমাজের প্রতি শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন

নিজস্ব প্রতিবেদন: আমাদের জীবনে শিক্ষকদের ভূমিকা অসাধারণ। শুধু পাঠ্যক্রমের শিক্ষাদান বা অনুশীলনই নয়, শিক্ষকেরা আমাদের মধ্যে যে মূল্যবোধের জন্ম দেন তা এককথায় অমূল্য।

সারা বিশ্বে সমাজের প্রতি শিক্ষকদের এই অবদানকে স্মরণ করে তাঁদের সম্মানিত করার জন্য একটি দিন ধার্য হয়েছে। ৫ অক্টোবর সেই দিন। প্রসঙ্গত, ভারতে শিক্ষক দিবস পালিত হয় এর ঠিক ১ মাস আগে, ৫ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে।

আরও পড়ুন: Nobel Prize 2021: তাপ ও স্পর্শে কীরকম আচরণ করে ত্বকের স্নায়ু? গবেষণা করে চিকিৎসাবিজ্ঞানে পুরস্কারজয় দুই মার্কিন বিজ্ঞানীর

বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় শিক্ষকদের অধিকার রক্ষা ও তাঁদের দায়িত্বশীলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে। বিশ্ব জুড়ে শিক্ষকদের সংবর্ধনা দেওয়াও এ দিনটির বিশেষ উপজীব্য। ১৯৯৪ সালে ইউনেসকো ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Underwater Volcano: ভারত মহাসাগরের অতলে মাথাচাড়া ভয়াবহ আগ্নেয়গিরির

.