নামের প্রতি সুবিচার- ব্রাসেলসে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোল জেব্রা
নামের প্রতি সুবিচার বোধহয় একেই বলে। কর্মব্যস্ত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসে তখন সবাই ব্যস্ত। একটার পর একটা গাড়ি ছুটছে, মানুষ দৌড়ের ভঙ্গিতে হেঁটে চলেছে, তখনই ঘটল এক কাণ্ড। সবাইকে অবাক করে দারুণ ব্যস্ত রাস্তার ওপর দিয়ে ছুটে চলল তিনটে জেব্রা। সবাই তখন অবাক। গাড়ির স্টিয়ারিং থেমে গেল, পা আর এগোতে চাইল না। জেব্রাদের অবশ্য ওসবে হুঁশ নেই।
ওয়েব ডেস্ক: নামের প্রতি সুবিচার বোধহয় একেই বলে। কর্মব্যস্ত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসে তখন সবাই ব্যস্ত। একটার পর একটা গাড়ি ছুটছে, মানুষ দৌড়ের ভঙ্গিতে হেঁটে চলেছে, তখনই ঘটল এক কাণ্ড। সবাইকে অবাক করে দারুণ ব্যস্ত রাস্তার ওপর দিয়ে ছুটে চলল তিনটে জেব্রা। সবাই তখন অবাক। গাড়ির স্টিয়ারিং থেমে গেল, পা আর এগোতে চাইল না। জেব্রাদের অবশ্য ওসবে হুঁশ নেই।
স্থানীয় এক ছোট চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে তারা। এবার হল আরও একটা কাণ্ড। রাস্তা পেরনোর সময় কিছুক্ষণ থমকে গেল ওরা। বুঝেশুনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোল তিনটে জেব্রা। তাই দেখে মানুষের সে কী হাততালি। ঘণ্টাখানেক পরে অবশ্য পুলিস গিয়ে ওই তিনটে জেব্রাকে উদ্ধার করে। এত দিন নামের প্রতি সুবিচার হল। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোল জেব্রা...