প্রসাদ খেয়ে অসুস্থ ২০০

বর্ধমানের অণ্ডাল থানার ওখরা গ্রামে অষ্টমঙ্গলার প্রসাদ খেয়ে অসুস্থ কমপক্ষে ২০০ জন। যারমধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে স্থানীয় একটি কালী মন্দিরে অষ্টমঙ্গলার ভোগ খাওয়ানো হয়।

Updated By: Nov 23, 2012, 09:47 PM IST

বর্ধমানের অণ্ডাল থানার ওখরা গ্রামে অষ্টমঙ্গলার প্রসাদ খেয়ে অসুস্থ কমপক্ষে ২০০ জন। যারমধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে স্থানীয় একটি কালী মন্দিরে অষ্টমঙ্গলার ভোগ খাওয়ানো হয়।

গ্রামবাসীদের অভিযোগ, ভোগের খিচুরি ও মাংস খেয়ে ওইদিন রাত থেকেই পেটে ব্যথা অনুভব করেন অনেকে। ভোগ বেঁচে যাওয়ায় পরের দিন অর্থাত্‍ গতকালও স্থানীয় মানুষদের মধ্যে সেই ভোগ বিতরণ করা হয়। এরপর বিকেল থেকেই অধিকাংশ গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। ডাক্তাররা প্রাথমিক চিকিত্‍সার পর অনেককে ছেড়ে দিলেও, একাধিক গ্রামবাসী ভর্তি রয়েছেন। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা বলে মনে করছেন চিকিত্‍সকরা। ওণ্ডাল থানার পুলিস বিষয়টি খতিয়ে দেখছে। 

.