মালদায় ৪ জায়গায় গুলি চলল, গুলিবিদ্ধ হলেন ৫ জন!
মালদহে অবাধ দুষ্কৃতী রাজ। আট চল্লিশ ঘণ্টার মধ্যে পরপর চার জায়গায় চলল গুলি। গুলিবিদ্ধ পাঁচ। শনিবার কালিয়াচকে রেলের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বোমাবাজি, গুলি। জখম পাশে মুদির দোকানে দাঁড়িয়ে থাকা দশম শ্রেণির এক ছাত্র। রবিবার রাতভর তাণ্ডব মানিকচক, ইংরেজবাজারেও। মানিকচকে গুলিবিদ্ধ দুই। ইংরেজবাজারে দুষ্কৃতীদের গুলিতে জখম এক। ধারালো অস্ত্রের কোপ আরও একজনকে। আর এই তিনটি ঘটনার রেশ কাটার আগে ফের হামলা ইংরেজবাজারের সাট্টারিতে। এখানেও গুলিবিদ্ধ এক। একের পর এক ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ফের প্রশ্নের মুখে এলাকার আইশৃঙ্খলা। প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়েও। একের পর এক দুষ্কৃতীতাণ্ডবের ঘটনায় কী করছে পুলিস? আমজনতার নিরাপত্তার দায় কার? প্রশ্ন স্থানীয়দের।
ওয়েব ডেস্ক: মালদহে অবাধ দুষ্কৃতী রাজ। আট চল্লিশ ঘণ্টার মধ্যে পরপর চার জায়গায় চলল গুলি। গুলিবিদ্ধ পাঁচ। শনিবার কালিয়াচকে রেলের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বোমাবাজি, গুলি। জখম পাশে মুদির দোকানে দাঁড়িয়ে থাকা দশম শ্রেণির এক ছাত্র। রবিবার রাতভর তাণ্ডব মানিকচক, ইংরেজবাজারেও। মানিকচকে গুলিবিদ্ধ দুই। ইংরেজবাজারে দুষ্কৃতীদের গুলিতে জখম এক। ধারালো অস্ত্রের কোপ আরও একজনকে। আর এই তিনটি ঘটনার রেশ কাটার আগে ফের হামলা ইংরেজবাজারের সাট্টারিতে। এখানেও গুলিবিদ্ধ এক। একের পর এক ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ফের প্রশ্নের মুখে এলাকার আইশৃঙ্খলা। প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়েও। একের পর এক দুষ্কৃতীতাণ্ডবের ঘটনায় কী করছে পুলিস? আমজনতার নিরাপত্তার দায় কার? প্রশ্ন স্থানীয়দের।